বর্তমানে যে কোন ডাক্তারের কাছে গেলে ১ম দিন রোগী যাওয়ার পরে কোন ঔষধ না দিয়ে টেস্ট দেন, আমরা ৭০০-১৫০০ টাকা ভিজিট দিয়ে চলে আসি, ১ম দিন এসির বাতাস খাওয়া ছারা কিছুই কিন্তু দিল না, ভাল কথা, রোগীও খুশি, সবাই খুশি কারন আমরা রোগ না জেনে ঔষুধ খেতে চাইনা।
২-৩ দিন পরে মাহমান্য রিপোর্ট আসে, সেই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই রিপোর্ট দেখে সে ঔষধ লিখে। রিপোর্টের আবার আলাদা ভিজিট নেয় (কোন ভিজিট?- ১ম দিনের ভাংতি টাকা টা ৩০০-৭০০)। ডাক্তারের ফিস মানে হল তার কাজের পারিশ্রমিক দেয়া। ভাল কথা, but... ১ম দিন তাহলে কিসের টাকা দিলাম? আর রোগ ধরে আমাকে ঔষুধ দিবে আমি ঔষধ কিনে খাব অভিয়াসলি আমাকেই পে করতে হবে।
রোগটা ডাক্তার ধরে দিয়ে আমর কাছ থেকে ভিজিট নিলে আমি বেশি খুশি হতাম। হয় ১ম দিন ভিজিট নেয়া বন্ধ করতে হবে বা রিপোর্টের দায়িত্ব ডাক্তারের বা হাসপাতালের নিতে হবে।
সরকারি ডাক্তারের যোগ্যতা নিয়ে কোন সন্ধেহ নাই। তারা তাদের ডিউটি ঠিকমত করলেই আর কিছু লাগেনা। ঢাকা শহরের যত হসপিটাল আর ক্লিনিক চলে সব চলে DMCH, মিডফোর্ট, পিজির ডাক্তার দিয়া। দুপুরের পরে ডিউটি টাইমের পরেও পার্সোনাল রোগি দেখলেও কথা থাকে না। এরা তো সময়ের চাইতে একধাপ এগিয়ে।
চাই চাই… কী চাই??
--ডায়গনিস্টিক টেস্টের কমিশন, সেম্পল ঔষধ বিক্রির টাকা, ঔষধ কোম্পানীর লোভনীয় হাজারো অফার, ভাবী সহ উগান্ডায় ডিনার ভাউচার, বুর্জ-খলিফায় ২৪কেরেট গোল্ডের কমডে হাগা, বালিতে লবস্টার আর ইচা-মাছের BBQ, মরিসাসে ডাবের পানি, থালা বাটি, পেসার কুকার, ব্লেন্ডার, ব্লেজার-সুট-বুট পিছ, ভাবীর শাড়ী গয়না,রমজানে জায়নামাজ, তসবি, লেপটপ আরো হাবিজাবির অফার, আহ… কতই না শান্তি…..
প্রশ্নঃ কেমন ডাক্তার চাই?
উত্তর- আমার সাথে ডক্তারের সাক্ষাত হবে, আমার সাথে কথা বলবেন, ডাক্তারের বুড়ো আঙুল দিয়ে আমার চোখ নিচের দিকে টানদিয়ে দেখবেন, আমার জিহ্বাটা দেখতে চাইবেন, দেখিতো বাবু জিব্বাটা- বলে আরো বড় হা করতে বলবেন, আমার হাত ধরে পালস দেখবেন, তার কানে হেডফোন (মনে হয় উচ্চারন হবে স্টেথোস্কোপ) লাগিয়ে জোরে কাশি দিতে বলবে, আমি একটু আছতে কাশি দিব কারন আমি রোগী !, পরে আমার সাথে যে যাবে সে বলবে দাও বাবু আরো জোরে কাশি দাও(আমার সাথের জন যে আসলে আমার সেবা করার জন্য আসছে সেটা বুঝাইতে হবে!), আমার বাপে সাথে থাকলে তো কথাই নাই যে ধমক দিবো, বাপের ধমক ডাক্তারের কানেও পৌছে যাবে।
পেটে চাপদিয়ে বলবেন বেথা লাগে? – ব্যাথা লাগলেও আমি কনফিইস্ড থাকবো যে কি বলবো।
আমার হিসু আর পটি ক্লিয়ার কিনা জানতে চাইবে, জ্বর থাকলে জ্বর মাপবেন, পেশার মাপবেন। এর পরে ভয়ের কিছু নাই বলবে, ৫-৭ দিনের ঔষধ দিবে খেয়ে দেখেন আর না হলে এই টেস্টগুলো করাবেন। আমার সাথে যে সেচ্ছাসেবক গেছে তার সাথে আমার সম্পর্ক কি জানতে চাইবেন, বাসা কোথায়, কি করি ইত্যাদি..ইত্যাদি…
মোট কথা সময় দিয়ে কথোপকথন আন্তরিকতার মাধ্যমে রোগীর রোগ ভাল হবে কিনা জানিনা। তবে রোগীর মানসিক যে একটা শান্তি পাবে তা একমাত্র রোগীই তার রোগের উপশম হিসাবে বুজতে পারবে।
এরকম ভালো ডাক্তার এখনো আছে, সব জায়গায় এমন মন মানসিকতা সবার মধ্যে ছড়িয়ে যাক। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন অসাধারন মানুষ। তিনি বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি শুধু নন এশিয়ার বিখ্যাত বার্ন স্পেশালিস্ট হিসেবে সমধিক পরিচিত। অস্ট্রিয়ার ভিয়েনা,জার্মানি ও ইংল্যান্ডে থেকে ডিগ্রি অর্জন করেন। সরকারের এটা একটা মহৎ সিদ্ধান্ত। উনার মত চিন্তা চেতনার মানুষের কাছে স্বাস্থ্যসেবার দায়িত্ব থাকলে ভাল কিছু আসবেই। ইনশাআল্লাহ…
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৯