রিপোর্ট দেখাতে এসে ভিজিট ক্যামনে হয় আমার বুুঝে আসে না।
রিপোর্ট তো রোগির দরকার নাই। ডাক্তার নিজে রোগ নির্নয়ের সহায়ক হিসাবে রিপোর্ট করাতে দিছেন।
১ম দিন তো রিপোর্ট করতে দেয়া ছাড়া আর কোন কাম আছে???
অতীতে রোগের বর্ননা দিয়ে রোগ নির্নয় করা হতো। এখন বুঝলাম রোগ জটিল হয়েছে। কিন্তু...তাই বলে এতো টেস্ট??
ডায়গনিস্টিক সেন্টারে অনেকে নানা ভাবে ২০-৪০% বা কিছু ডিসকাউন্ট করান তার পরেও তাদের লাভ আর কমিশন থাকে।
তাহলে বুঝেন কত টাকা লাভ করে....
উচিত হবে রিপোর্টের টাকা ডাক্তারের কাছ থেকে নেয়া। তুই বেটা কিসের চুলের ডাক্তার যে রিপোর্ট ছাড়া রোগ ধরতে পারোছ না।
সবার প্রতিবাদ করা দরকার।

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


