আমার এক নানাভাই ছিলেন, তার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত,মেয়েরাই বেশী এগিয়ে ,ডাক্তার, প্রকৌশলী,অধ্যাপিকা এবং সেই পাকিস্থান আমলে ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়া। প্রায় বিশ বছর আগের ঘটনা, ওনার চার নম্বর কন্যার বিয়ে ঠিক হয়েছে ,পাত্র সব দিক দিয়ে মনঃপুত ,পি.এইচ.ডি করা ,প্রবাসে ভাল চাকুরী করে ,পাত্রদেরও পাত্রীর ব্যাপারে আগ্রহ ছিল ।বিয়ের দিন ঠিক করার জন্য পাত্রের মামাসহ কজন এলেন।তারিখ এবং অন্য সব কথা ফাইনাল হয়ে গিয়েছে ,এমন সময় সেই মামা বললেন, ফার্নিচার কি দিয়ে কি দিচ্ছেন আমাদের ?
নানাঃ কি ফার্নিচারের কথা বলছেন?
সে মামাঃ খাট -পালঙ্ক, এসব ।
নানাঃ আপনাদের খাট-পালঙ্ক নাই ?
সে মামাঃ আছে,তবে পুরোন,ছেলে বিয়ে করছে ,নতুন আসবাবপত্র না হলে কেমন দেখায় ?
নানাঃ ঠিক বলেছেন ,আমার ঘরের আসবাবপত্র তো অনেক পুরোন,মেয়ের বিয়ে হচ্ছে,নতুন দরকার ।আপনারা আগে নতুন সব দিয়ে আমার ঘর সাজিয়ে দেন ,দেখি আপনাদের কি দেয়া যায়।
বুঝতে পারছেন সেখানে বিয়ে হয়েছিল কিনা। ডাক্তার খালা আমার আম্মাকে সে ঘটনার পরে এসব বললে ,আম্মা বলেছিলেন ,কাকা নিজ বাড়ীতে বসিয়ে এভাবে বললেন বেচারাদের ?উনি বলেছিলেন,ঘাড় ধরে বের করে দেইনি এটা ওদের ভাগ্য।খুব হাসাহাসি হয়েছিল এটা নিয়ে ।