নিয়তি না পরিনতি, বলা দায়
বাবুদের এতে কি আসে যায়
ট্রাফিক পুলিশ, সে তো থাকতেই হবে
জ্যাম হলে দেখবে কে?
মন্ত্রী গেলে পথ আগলে দেবে কে শুনি।
ওর আবার ঈদ কি?
বাড়ির দাড়োয়ান, তুমি বাড়ি পাহাড়া দাও
ঘুরে আসি কক্সবাজার থেকে, অনেকদিন যাওয়া হয় না;
দেখে রেখো কিন্তু
ঈদানীং দেশের অবস্থা বেশি ভাল না।
ওর আবার ঈদ কি?
গাড়ীর ড্রাইভার, ভোরে চলে আসবে;
টাঙ্গাইল গিন্নীর বোনের বাড়িতে বেড়াতে যাব,
অনেকদিন যাওয়া হয় না।
গাড়ী আস্তে চালাও,
ওর আবার ঈদ কি?
অফিসের পিয়ন, কোন ছুটি নয়;
আমি থাকবো না, সো তুমি দেখে রেখো;
গতবারের আগেরবার তো ছুটিতে ছিলে ঈদের দিন,
ওর আবার ঈদ কি?
গার্মেন্টস কর্মী, ইমার্জেন্সী শীপমেন্ট আছে আগামী সপ্তায়,
আর আমিও থাকছি না ঢাকায়
সো নো ছুটি
ওর আবার ঈদ কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




