আমাদের দেশের চলচিত্র, যদি আপনি ইচ্ছে করেন সুন্দর একটা ফিল্ম দেখবেন, সেখান থেকে কিছু শিখবেন, ইচ্ছে করলে তা পারবেননা। বাংলাদেশের ফিল্ম গুলোতে শুধু পাবেন প্রেম কাহিনি, অথচ আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে আপনি পাচ্ছেন Love History film, comedy film, রাজনৈতিক, ইত্যাদি ধরনের। এতে তারা বিশ্ব বাজার নিজেদের আয়ত্তে নিয়ে গেছে। তাই আমি বলতে চাই আপনারা যারা ফিল্ম লিখছেন, এসব চিন্তা বাদ দিয়ে লিখুন , রাজনৈতিক, দূর্নিতি, ইসলামিক, কমেডি টাইপের, এবং বাংলাদেশের অতীত ইতিহাসকে কেন্দ্র করে ফিল্ম বানানোর চেষ্টা করুন। এতে আমরা যারা নতুন, শিখতে ও জানাতে পারি অনেক কিছু। Love History film দ্বারা আমরা অল্প বয়সে শুধু প্রেম কিভাবে করতে হয় সেটা আগে শিখছি, এতে দেশের ১৪-২২ বছরের ৩০% ছেলে মেয়ে পড়ছে হুমকির মুখে। আর আদালতে জমা হচ্ছে যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা, নারী ও শিশু নির্যতনের মামলা, নারী অপহরণের মামলা। মামলার কারণে হারিয়ে যাচ্ছে কিছু অবুঝ প্রাণ। সন্তান হারা হচ্ছেন অনেক পরিবার। তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন আমাদের কিছু শিখতে সহায়তা করুন,
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






