আমি বাংলাদেশের নাগরিক ভাবতে ও লজ্জা লাগে। যেখানে নেই কোনো জানের নিরাপত্তা। তারপরও আমাদের সরাষ্ট্র মন্ত্রী বলে দেশের আইন শ্রীঙ্গলা খুবই ভাল । আমি উনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি না পারেন আইন শ্রীঙ্গলা ভাল করতে তাহলে আপনি পদ ছেড়ে পালাননা কেন? আজকের সরকার প্রতিটি মুহুর্তেই বলে তাঁরা নাকি দেশের উন্নতি করে যাচ্ছে, অথচ তাঁরাই দেশটাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাই ব্যাংক মাধ্যমে, শুধু দেশের উন্নতির জন্য। অথচ দেখা গেছে আমাদের সরকার প্রাইমারি ইস্কুলের বই চাপিয়েছেন ইন্ডিয়া থেকে। আমাদের রক্তরে টাকা ঐ ইন্ডিয়ার পেটে যায়, লাভবান হয় ইন্ডিয়া । আমার প্রশ্ন কেন? কিছু দিন পূর্বে ইভটিজিং ঠেকানোর জন্য কিছু কানুন তৈরি করলেন আমাদের শিক্ষা মন্ত্রী সাহেব, উনি আইনের ভয় দেখিয়েছেন। কিন্তু একমাস ও হয়নি মা মারা, শিক্ষক মারা, নানা মারা , আরো কত কি। শুধু কি তাই মানুষ মেরে ইটের ভাটায় হিন্দুদের মতো পুড়ানো হয়। এই হচ্ছে আমাদের অকেজো কানুন। আমার লেখা পড়ে বিএনপি সমর্থিতরা আবার অনুগ্রহ পূর্বক আমার পক্ষ নিবেননা। এবং আওয়ামী লিগের লোকজন নারাজ হবেন না। যেটা সত্য সেটা নিয়ে কথা বলুন। কাকে বুঝাবো বাংলার মানুষতো এই দুই দল বিনা কিছুই বুঝেনা। আপনাদের উদ্দেশ্যে বলি এদের (মহাজোট ও ঐক্যজোট ) ছাড়া অন্য কেউ যদি থাকে তাকে ভোট দিন। দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে পারে এমন কাউকে দিন। তাই বলে রাজাকার ও জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের নয়।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






