আমরা বাজার থেকে যে ফল গুলো কিনে থাকি, দিন দিন এসব ফলের সাধ যেন হারিয়ে
যাচ্ছে। যানি না কতটুকু উপকার হচ্ছে এই ফল খেয়ে, আমাদের খাবার দরকার তাই
খেয়ে যাচ্ছি।আসোলে আমরা পাকা রং আর বড় সাইজ দেখলে ভাবি এই ফলটি ভালো হবে
কিন্তু কতটুকু যে ভালো হবে সেটা খেলেই বুঝা যায়।আমরা কি পারিনা? এই সব নজরকারা
ভেজাল ফলমুল থেকে মুক্তি পেতে।যদিও বেশির ভাগ ফল বাইরের দেশ থেকে আসে।
এভাবে চলতে থাকলে দেখা যাবে ভবিষতে শুধু মাত্র্র নামে থাকবে ফল, আর সেই
ফলের আসোল সাধটা হয়তো আমরা সবাই ভুলে যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




