জাত বড়োলোক! =
এক বাবা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে বিস্তর সহায় সম্পদ গড়েছেন। প্রায় অর্ধশত কোটি টাকার সম্পদ তাঁর। এ বিশাল সম্পদের কারণে তাঁর একমাত্র ছেলে মিলনকে তেমন কিছু করতে হয় না।
মানুষ হিসেবে মিলন কিন্তু খুবই ভদ্র, নম্র স্বভাবের; দুর্নীতিকেও ঘৃণা করেন। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি পরিচিতদের সদুপদেশ দিয়েও বেড়ান মিলন। অর্থ সহায়তা দেন বলে তাঁর নিকটাত্মীয়রাও তাঁকে বেশ পছন্দ করেন।
"মিলন সাহেব কি কাজ করেন?" - এমন প্রশ্নের জবাবে তাঁর ঘনিষ্ঠরা সরাসরি উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বসেন, "তাঁকে কিছু করতে হবে কেন? জাত বড়লোকদের কি কিছু করে খেতে হয়?"
- বলুন তো বন্ধুরা, জাত বড়োলোক জিনিসটা যেন কি?
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




