= 'ডু ইউ নো, আই এম এ ম্যাজিস্ট্রেট?' =
পড়াশোনা শেষে নেদারল্যান্ড থেকে দেশে ফেরার সময় আমার সাথে প্রশাসন ক্যাডারের এক তরুণ কর্মকর্তা ছিলেন। তিনিও আমাদের একই শিক্ষা প্রতিষ্ঠানে নেদারল্যান্ড সরকারের বৃত্তির সুযোগ নিয়ে পড়ালেখা করতে গেছেন।
ছাত্র হোস্টেল ছেড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরুলাম আমরা দুজন। আমি ওজন চেক করেই ব্যাগ তৈরী করেছি। সম্ভবত প্রতি ব্যাগে সর্বোচ্চ ২৩ কেজি নেয়া যেত। অথচ, আপা নিয়েছেন ২৮/২৯ কেজি করে। ফলে, ব্যাগগুলো নাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছিলো।
এ অবস্থায় আপাকে বললাম, 'আপা, আপনার ব্যাগ কিন্তু অনেক ভারী, এয়ারপোর্টে ঝামেলা হতে পারে।'
আপা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, 'কি যে বলেন গনি? ঝামেলা হবে কেন? প্রয়োজনে ম্যাজিস্ট্রেট পরিচয় দেব। ব্যাটারা না নিয়ে যাবে কোথায়?'
আমস্টারডামের শিফল এয়ারপোর্টে আমরা পৌঁছুলাম। প্রথমে আমার ব্যাগগুলো চেক-ইন হলো। ওজন যথাযথ ছিল বলে সমস্যা হয়নি। তারপর, ম্যাজিস্ট্রেট আপার ব্যাগ'এর ওজন নিতেই সমস্যা দেখা দিলো। এতবেশি ওজন তাঁরা নিতে চাচ্ছেন না। ২৩ এর স্থলে ২৪ হলেও হয়তোবা সমস্যা হতো না, কিন্তু তাঁর প্রতিটি ব্যাগ ৬/৭ কেজি করে বেশি। প্রতি কেজির জন্য মোটা দাগের ফি চাচ্ছে তারা।
এ পরিস্থিতিতে রাগে-ক্ষোভে আপার মুখ লাল হয়ে গেলো। একসময় আমার দিকে তাকিয়ে বাংলায় বললেন, 'গনি, বলেন না, আমি একজন ম্যাজিস্ট্রেট।'
আপার অনুরোধ শুনেও আমি না শোনার ভান করলাম। কারণ, আপা হয়তো ভুলে গেছেন, ওটা নেদারল্যান্ড, বাংলাদেশ না; মানসিক চাপে থাকলেও আমি কিন্তু হুঁশ হারাইনি।
শেষমেষ আপা নিজেই 'ডু ইউ নো, আই এম এ ম্যাজিস্ট্রেট?' বলে বারবার তাঁর পরিচয় দিতে লাগলেন । আর, ওজন যিনি চেক করছিলেন তিনিও বলে চলেছেন, 'সো হোয়াট?'
কি আর করা? শেষতক, এয়ারপোর্ট থেকে আরেকটা ব্যাগ কিনে নির্ধারিত ওজনের অতিরিক্ত মালামালগুলো তাতে নিয়ে সমস্যার সমাধান করা হলো। একটা পুরো ব্যাগের আলাদা ফি দিতে হলো আপাকে।
মালামাল চেক-ইন করার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আপা আমাকে বললেন, 'গনি, এরা কেমন বেয়াদবীটা করলো দেখলেন? বাংলাদেশে হলে সব কটাকে এতক্ষনে জেলের ভাত খাওয়াতাম!'
আপার টেনশন কমাতে আমি তাঁকে আশ্বস্থ করে বললাম, 'মন খারাপ করবেন না আপা, এসব দেশের মানুষগুলো মুখের উপরে ভদ্রতার মুখোশ নিলেও ভেতরে কিন্তু চরম বেয়াদব। আপনার মর্যাদা এরা বুঝবে কি করে?'
ML Gani, RCIC, on FaceBook
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



