আমাদের পাশের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া থেকে এক বাংলাদেশী আমাকে ফোন দিলেন।
কন্যার বিবাহ নিয়ে আমার সহায়তা চেয়ে তিনি বললেন, 'ভাই, আপনি তো অনেককে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে হেল্প করেছেন বলে শুনেছি। আমার কন্যার জন্য কাউকে পাওয়া যায় কিনা দেখুন না প্লিজ।'
- কেমন পাত্র দরকার?
- ওর কাছাকাছি বয়স, ব্যাচেলর ডিগ্রি হলেই চলবে; আর, চাকুরী তো একটা থাকতেই হবে।
- আপনাদের চাহিদা তো সিম্পল। এমন যোগ্যতার পাত্র পাওয়া তো কঠিন হবার কথা না। আপনি নিজে খোঁজখবর নিয়েছেন?
- জি ভাই, একটা খুব ভালো বাংলাদেশী পাত্র পেয়েছিলাম। মেয়েকে দেখানোও হয়েছিল। কিন্তু সে না করে দিয়েছে।
- কারন?
- বলতে লজ্জা করছে, ছেলেটার নাকি মাসল (muscle) নেই। মাসল নাই এমন ছেলে সে বিয়ে করবে না বলে জানালো। বুঝেন তো, এসব দেশে বেড়ে উঠা বাচ্চারা brutally honest, যা মনে আসে তাই বলে ফেলে।
'brutally honest' মানে কি জানেন বন্ধুরা? এর অর্থ, মারাত্মক রকম সৎ, মানে, খুবই সৎ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




