বাংলাদেশে কানাডা অভিবাসনের নামে বিস্তর প্রতারণা চলে, এ কারো অজানা নয়। তবে, প্রতারণার মাত্রা যে কি পর্যায়ে পৌঁছেছে তা নিচের কয়েকটা লাইন পড়লে টের পাবেন।
বাংলাদেশ হতে এক দম্পতি আমার সাথে সেদিন কথা বললেন। ভদ্রলোক নাকি কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ (IRCC) হতে স্টুডেন্ট ভিসাও পেয়েছিলেন। তারপর, বাংলাদেশ হতে প্লেনে চড়তে গিয়ে জানতে পারেন তাঁর কাছে থাকা এডমিশন অফার, ভর্তির কাগজপত্র, কানাডার ভিসা, সবই ভুয়া। বাংলাদেশের যে এজেন্ট এ বিষয়ে কাজ করেছিল তারা নাকি অন্য অনেকের সাথে একই ধরণের প্রতারণা করে অফিস ছেড়ে পালিয়েছে। [সন্দেহ করা হচ্ছে, এদের সাথে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের বোঝাপড়া আছে।]
এই ক্লাইয়েন্ট বছর দুয়েক আগে আমার সাথে আরেকবার কথা বলেছিলেন। সবকিছুতে আমার 'ফি' নেবার বিষয়টি তাঁর পছন্দ না হওয়ায় তিনি ফ্রি-তে কাজ করতে ওই এজেন্টের কাছে গিয়েছিলেন। শেষতক কাজ তো হয়নি, বরং, লাখ পাঁচেক টাকা তিনি খুঁইয়েছেন।
এ বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার কেউ সহযোগিতা দিতে চাইলে আমি ওই ভদ্রলোকের সাথে কানেক্ট করিয়ে দেব। ইমিগ্রেশনের নামে প্রতারণামূলক কর্মকান্ড হতে জনগণকে সুরক্ষা দেবার দায়িত্ব সরকারের রয়েছে।
ML Gani, RCIC
Canadian Immigration Consultant
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


