আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো কিছুদিন আগে। সে একজন প্রকৌশলী। দেশে সরকারি চাকুরী করতো।
সে আমার কাছে জানতে চাইলো আমরা স্বামী-স্ত্রী দুজনই দেশের সরকারি চাকুরী ছেড়ে দিয়ে কেন কানাডায়?
আমি আমার মতো করে উত্তর দিলাম। তারপর তার কাছেও অনুরূপ প্রশ্ন করলাম।
কাব্যধারায় সে উত্তর দিলো: 'দেশপ্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'
বললাম, 'সিরিয়াসলি জানতে চাইছি, খুলে বলো প্লিজ!'
- 'দেখো গনি, দেশের চাকুরীতে যে বেতন পেতাম তা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ছিল। ওদিকে দেশের, বিশেষ করে আমার গ্রামের গরিব প্রতিবেশীদের, জন্য কিছু করার ইচ্ছেটা আমাকে তাড়া করতো। অথচ, অর্থাভাবে তা বাস্তবে রূপ দেয়া সম্ভব ছিল না। সে চিন্তা হতেই মূলত আমার কানাডা পাড়ি দেয়া। গত একযুগ ধরে আমার এলাকার অন্ততঃ একশ মানুষকে নিয়মিত অর্থসহায়তা দিয়ে আসছি। কাজটা সৎ উপার্জনেই করছি, অন্যের পকেট কেটে নয়। দেশে থাকলে আমি এ কাজটি কোনদিনও করতে পারতাম না।'
বন্ধু যথার্থই বলেছে, 'দেশপ্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



