আমার সহধর্মিনী কানাডার এডমন্টন পাবলিক স্কুল বোর্ডের শিক্ষক বলে আমাকে মাঝেমাঝেই স্কুলে যেতে হয়।
স্কুলের পার্কিং লটে তিনটি spot পদবি লিখে মার্ক করা আছে। অন্য স্পটগুলোতে কারো নাম বা পদবি নেই।
মার্ক করা স্পটগুলো হলো:
প্রিন্সিপাল,
এসিস্ট্যান্ট প্রিন্সিপাল এবং
কাস্টোডিয়ান।
- স্কুল ভবন যিনি ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন [cleaner] তাঁর পদবি কাস্টোডিয়ান।
কানাডায় শ্রমের মর্যাদা এমনই।
Facebook: ML Gani
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




