somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= বিখ্যাত মানুষেরা কি সদাসর্বদাই ধোয়া তুলসী পাতা হন? =

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিখ্যাত মানুষের আত্মজীবনী পড়তে গেলে শুরুতেই দেখা যায় তাঁরা কোন এক সম্ভ্রান্ত মুসলিম বা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

- আসলে কি তাই? বিখ্যাত মানুষেরা আমার আপনার মতো সাধারণ কোন পরিবারে জন্ম নিতে পারেন না?

এছাড়া তাঁদের জীবনী এমনভাবে লেখা হয় যা পড়লে মনে হতে পারে ডে ওয়ান,অর্থাৎ, জীবনের শুরু হতেই তাঁরা রীতিমতো ফেরেশতার মতো মানুষ ছিলেন।

- তা কি বাস্তবে সম্ভব? দোষে-গুনেই না মানুষ?

আসল কথা হলো, আপনি যদি সত্যিকার অর্থেই কোন বিখ্যাত মানুষের জীবন কাহিনী জানতে চান তাহলে কেবল বইপুস্তকের উপর নির্ভর করলে চলবে না, আপনাকে তাঁর জীবনের একেবারে গোড়ায় যেতে হবে। অন্য ভাষায় বলা চলে, তাঁকে যারা বাস্তবে দেখেছেন, তাঁর সাথে মেলামেশা করেছেন, তেমন ব্যক্তিবর্গের কাছ থেকেই শুনতে হবে তাঁদের জীবনকাহিনী, বা আদতেই কেমন মানুষ ছিলেন বর্তমান সময়ের বিখ্যাত সেই মানুষগুলো।

নামোল্লেখ না করে আমি এমন এক বিখ্যাত মানুষের কাহিনী খুব সংক্ষেপে শোনাবো আজ। আমার প্রয়াত পিতা সেই বিখ্যাত মানুষটির পরিবারের সদস্যের মতোই ঘনিষ্ঠ ছিলেন একদা। কারণ, তাঁর বড়োভাই ছিলেন আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। বাবা বলেছেন, তিনি সৎ ভাই হলেও সহোদরের মতোই স্নেহ করতেন মেধাবী ছোটভাইটিকে। এভাবেই আমার বাবা সেই বিখ্যাত মানুষটিসহ ওই পরিবারের খুঁটিনাটি অনেককিছুই জানতেন, যার কিছুটা তাঁর মুখে আমি নিজেও শুনেছি। শুনুন এবার সে কাহিনী।

কয়েক দশক আগের কথা। শিক্ষাবোর্ডে প্রথম স্থান অধিকার করা এক ছাত্র উচ্চমাধ্যমিক পাশের পরপর মানসিক ভারসাম্য হারানোর মুখোমুখি হলেন। তিনি সেই বিখ্যাত মানুষটির একমাত্র ছেলে। ফলে, এ ঘটনা পত্রপত্রিকায় এলো। আমার বাবাও বিষয়টি জানলেন। সেদিনই বাবা আমাদের উদ্দেশ্য করে সেই বিখ্যাত মানুষটির কিছু ঘটনা বললেন যা রীতিমতো অকল্পনীয়। অন্ততঃ একজন স্বনামধন্য মানুষের ক্ষেত্রে এ জাতীয় ঘটনা ভাবতেও রুচিতে বাধে।

চট্টগ্রাম কলেজের রসায়নের অধ্যাপক খায়ের সাহেব আমার বাবার বন্ধুস্থানীয়। তাঁর কন্যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল বিখ্যাত মানুষটির। অধ্যাপক সাহেব তা নিয়ে বেশ গর্ব করতেন। তাঁর আশা ছিল এ সম্পর্ক একদিন বৈবাহিক সম্পর্কে গড়াবে। একসময় সেই বিখ্যাত মানুষটি চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করলেন। সেই আমলে পূর্ব পাকিস্তানে এমবিবিএস ডাক্তার ছিল হাতেগোনা। স্বভাবতঃই তাঁর দাম আকাশচুম্বী। ওদিকে, তৎকালীন পারিবারিক রক্ষনশীলতার কারণে অধ্যাপক কন্যার পড়াশোনা খুব বেশি আগায়নি। তিনি সম্ভবত এন্ট্রান্স পরীক্ষায়ও অবতীর্ন হননি।

এরই মাঝে অন্য এক ভদ্রমহিলার সাথে বিখ্যাত মানুষটির পরিচয় হলো। যতটা শুনেছি তিনি ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ক্রমেই বিখ্যাত মানুষটি ওই মহিলার দিকে ঝুঁকলেন। একই সাথে, যোগাযোগ কমতে কমতে একপ্রকার যোগাযোগ বন্ধই করে দিলেন অধ্যাপক কন্যা ও তাঁর পরিবারের সাথে।

অবশেষে অধ্যাপক সাহেবের অনুরোধে আমার বাবাসহ কয়েকজন বিখ্যাত ব্যক্তিটি ও তাঁর বড়োভাই (বাবার বন্ধু) এর সাথে বিষয়টি নিয়ে আলোচনায় বসলেন। সে আলোচনায় বিখ্যাত ব্যক্তি যুক্তি দেখিয়েছিলেন, তিনি জীবনে অনেক বড়ো হবেন, সে অবস্থায় তাঁর জীবনসাথী হিসেবে একজন উচ্চশিক্ষিত নারীই দরকার। তাই, তাঁর পক্ষে অধ্যাপক কন্যার বিষয়টি বিবেচনার সুযোগ নেই। এভাবেই, সোশ্যাল স্ট্যাটাসের কাছে তুচ্ছ হয়ে পড়েছিল দীর্ঘদিনের যোগাযোগ, ভালোবাসা।

চরম অপমান ও ক্ষোভে অধ্যাপক মহোদয় কেঁদে কেঁদে সভাস্থল ত্যাগ করেছিলেন সেদিন। বন্ধুবান্ধবের সাথেও যোগাযোগ বন্ধ করে দেন। এর কয়েকমাসের মাথায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

কাহিনীটি বলে বাবা আমাদের পরামর্শ দিয়েছেন এ ঘটনা হতে শিক্ষা নেবার। সে শিক্ষা আমরা নিয়েছিও। বাবা বলেছিলেন, তুমি যদি কারও সাথে অন্যায় আচরণ করো, তবে তা বহুগুনে বেড়ে উঠে একসময় তোমাকে ভোগাবেই। প্রকৃতির বিচার এতটাই নিরপেক্ষ। - -

সেই বিখ্যাত মানুষটির সংক্ষিপ্ত জীবনী আমার চোখে পড়েছে সম্প্রতি; তা মনোযোগ দিয়ে পড়েছিও। সেখানে তাঁর স্ত্রীকে বিদুষী তারকা নারী হিসেবে তুলে ধরা হয়েছে। বিখ্যাত সে মানুষটির বিবাহপূর্ব সম্পর্কের ছিটেফোঁটাও লেখা হয়নি কোথাও। আর, তা হবেই বা কেন? সাধারণের চোখে বিখ্যাত মানুষ মানেই তো ধোয়া তুলসী পাতা যিনি সদাসর্বদা কোন না কোন সম্ভ্রান্ত পরিবারেই জন্মগ্রহণ করেন।

বিশেষ অনুরোধ: কমেন্ট করুন, সমস্যা নেই। তবে, তিনি কে তা অনুমান করে কারও নাম কমেন্টে যেন লেখা না হয়; প্লীজ।

FaceBook: ML Gani
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই মহান এক এগার দিবস।

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

এক মাস এগার বছর আগে আমি এই মহান ব্লগে মহান আইডি "বাকপ্রবাস" নাম করনে লেখালেখির সূত্রপাত করি। প্রবাসে থাকি তায় নামটা দিয়েছিলাম বাকপ্রবাস। প্রথমে আমি সোনার বাংলা ব্লগে লিখতাম,... ...বাকিটুকু পড়ুন

বাকি আছে শুধু বিএনপি নেতা-কর্মীদের মা-বোন আর স্ত্রীদের ধর্ষণ করা। এ যেন ৭১রে রাজাকারদের কার্বন কপি।

লিখেছেন তানভির জুমার, ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩



এই মেয়েটার নাম নুরী। বাবা বিএনপি করে। বাবাকে বাড়ীতে ধরতে এসে না পেয়ে মা কে ধরে নিয়ে গেছে। মেয়েটার দাদী ওর কান্না থামাতে পারছে না। এটাই বাংলাদেশ।

১)... ...বাকিটুকু পড়ুন

এই উইন্টারে ঘুরাঘুরির জন্য চমৎকার দুইটি স্থান।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৪


উইন্টার এসে গেসে।যদিও সামনে নির্বাচন। হরতাল অবরোধ লেগেই থাকবে। বিএনপি বড় কোন আন্দোলন করতে পারবে বলে মনে হয়না। পত্রিকায় দেখলাম বিএনপির এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে না পেয়ে তার... ...বাকিটুকু পড়ুন

ভাত খেতে আমার এতো ভালো লাগে কেন!***********************************

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৫

আমার এই কথাটি অনেকের কাছে মনে হতে পারে খুবই সাধারণ কথা। কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনের কথা। প্রাণের গভীর থেকে নিংড়ানো সত্যি কথা।

আমি জানি, ভাত খেতে খুবই... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড জোরে ভুমিকম্প হলো এই মাত্র

লিখেছেন জুন, ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪০

প্রচন্ড জোরে ভুমিকম্প হলো এই মাত্র সময় ৯টা ৩৫ কত মাত্রার , উৎপত্তি কোথায় খবর পাই নি । কেউ জানা থাকলে জানাবেন । সবাই সবার জন্য দোয়া করেন ।... ...বাকিটুকু পড়ুন

×