কানাডায় প্রাথমিক স্বাস্থ্যসেবার (প্রাইমারি হেলথকেয়ার) জন্য যেসব ডাক্তার আছেন তাঁদের বলে 'ফ্যামিলি ফিজিশিয়ান।' নিয়মানুযায়ী প্রত্যেক কানাডীয়ান একজন ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে স্বাস্থ্য বিষয়ে সংযুক্ত থাকার কথা। কিন্তু, চিকিৎসক সংকটে অনেকেই ফ্যামিলি ফিজিশিয়ান পাননা।
এ প্রেক্ষাপটে নার্সদেরকে অধিকতর প্রশিক্ষণ দিয়ে 'ফ্যামিলি ফিজিশিয়ান'-এর বেশকিছু (প্রায় ৮০ শতাংশ) দায়িত্ব দেয়া হচ্ছে। ২০২৪ এর শুরু হতে কানাডার আলবার্টা প্রদেশে কয়েক হাজার রেজিস্টার্ড নার্সকে 'নার্স প্র্যাক্টিশনার' খেতাব দিয়ে মূলত ফ্যামিলি ফিজিশিয়ানের কাজ করার সুযোগ দেয়া হচ্ছে।
ফ্যামিলি ফিজিশিয়ানদের একাংশ এ ব্যবস্থা নিয়ে ঘোরতর আপত্তি তুলেছেন। তাঁরা শঙ্কা প্রকাশ করেছেন যে এ কারণে তাঁদের অবমূল্যায়ন হতে পারে। বাস্তবে বিষয়টি অবমূল্যায়নের কিছু নয়। এ ধরনের ব্যবস্থা বহু আগে থেকেই অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে চালু আছে। বহুবছর আগে নেদারল্যান্ডেও আমি এমন ব্যবস্থা দেখেছি। সেখানে ডাক্তার-নার্স একে অন্যের সাথে হাত মিলিয়ে কাজ করছেন সফলভাবে।
আলবার্টা প্রদেশের এডমন্টন শহরের বাসিন্দা হিসেবে এ সুযোগ আমি নিজেও ভোগ করবো। পরীক্ষামূলকভাবে আলবার্টা প্রদেশে এ বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে। সফলভাবে এ প্রকল্প বাস্তবায়িত হলে কানাডার অন্যান্য প্রদেশেও একই উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, যে কোন রেজিস্টার্ড নার্স (RN) কিন্তু এ সুযোগ নিতে পারবেন না। নার্সিংয়ে উচ্চতর ডিগ্রি থাকলে তবেই তাঁরা নার্স প্র্যাক্টিশনার হবার সুযোগ পাবেন। ফলে, এঁদের অযোগ্য বা অদক্ষ ভাবার সুযোগ নেই।
আমার ধারণা, এতে একদিকে যেমন প্রশিক্ষিত নার্সবৃন্দ তাঁদের যোগ্যতা প্রমানের সুযোগ পাবেন, অপরদিকে তেমনি প্রতিযোগিতায় টিকে থাকতে ফ্যামিলি ফিজিশিয়ানগনও উন্নততর সেবা (কোয়ালিটি সার্ভিস) দিতে সচেষ্ট হবেন।
এ প্রেক্ষাপটে যাঁদের পক্ষে সরাসরি ডাক্তারিতে ভর্তি হওয়া সম্ভব হচ্ছে না তাঁরা নার্সিং পড়ার কথা সক্রিয়ভাবে ভাবতে পারেন। সন্দেহ নেই, কানাডায় নার্সদের ভবিষ্যৎ উজ্জ্বলতর।
https://www.facebook.com/moh.l.gani/
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



