বেইলি রোডের অগ্নি দুর্ঘটনায় হতাহতবৃন্দ এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনাজ্ঞাপন করছি।
এ অবস্থায় সরকারের যা করা উচিত:
- ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দ্রুত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান;
- নিরপেক্ষ টেকনিক্যাল কমিটি গঠন করে দ্রুততম সময়ে তদন্তকাজ সম্পন্ন করা ও পরিস্থিতির উন্নয়নে কমিটির পরামর্শ গ্রহণ;
- সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হলে সেসব প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের দ্রুত অপসারণ;
[জী, কেবল নিচের লেভেলে একশন নিলে কাজ হবে না; বিচার শুরু হতে হবে শীর্ষ পর্যায় থেকে। উন্নতদেশে এমন ঘটনায় মন্ত্রীকে পর্যন্ত পদত্যাগ করতে দেখা যায়।]
- দায়িত্ব পালনে অবহেলার প্রমান পেলে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী হতে সাময়িক অব্যাহতি দিয়ে তাঁদের সাজা/বিচারের আওতায় আনা;
- একজন বিশেষজ্ঞের নেতৃত্বে এলাকা/মহল্লাভিত্তিক কমিটি গঠন করে সংশ্লিষ্ট মহল্লার ত্রুটিপূর্ণ বা নিয়ম মেনে না চলা রেস্টুরেন্টগুলো সনাক্ত করা, এবং সে তালিকা গণমাধ্যমে সম্প্রচার করা;
- ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিরাপদ-ব্যবহারযোগ্য করার জন্য মালিকদের কয়েক সপ্তাহের সময় বেঁধে দেয়া, এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনে ব্যর্থ হলে সেসব মালিককে প্রথম দফায় মোটা অংকের অর্থদন্ড ও পরবর্তীতে ভবন সিলগালা করে দেবার ব্যবস্থা গ্রহন;
- ঝুঁকির ক্যাটাগরি [যেমন, লাল, হলুদ, ইত্যাদি] প্রকাশ করে জনসাধারণকে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টে না যাবার জন্য নিয়মিত তাগাদা দেয়া;
- প্রতি তিন মাস অন্তর ভবনগুলো নিরাপদে ব্যবহারযোগ্য কিনা তার তদন্ত করা, এবং প্রয়োজনে অমান্যকারীদের জন্য জেল জরিমানার বিধান রাখা।
দায়িত্বপ্রাপ্তদের দুর্নীতি ও অবহেলায় নতুন মৃত্যু দেখতে চাই না।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৪ সকাল ৯:১৩