প্রথম আলো-সহ অনেককিছুর মালিক মরহুম লতিফ সাহেবের (ট্রান্সকম গ্ৰুপ) সন্তানদের একে অন্যকে আক্রমন, এমনকি নিজ সহোদরকে হত্যা করার মতো অভিযোগ, এখন পত্রিকার পাতায় পাতায়। এ ঘটনা হতে দেশের অন্যান্য মিলিয়নিয়ার-বিলিয়নেয়ারদের শেখার সুযোগ রয়েছে যদি তাঁরা দূরদৃষ্টি দিয়ে বিষয়টি ভাবেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব খ্যাতনামা বিলিয়নেয়ার আছেন তাঁদের অনেকেই কিন্তু সম্পদের একটি বড়ো অংশ জনকল্যাণে দান করে গেছেন। পরিবারের জন্য রেখেছেন সামান্যই। সমাজের প্রতি অমূল্য অবদান রেখে যাবার কারণে এসব বিলিয়নেয়ার মৃত্যুর পরও মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে থাকবেন। এক কথায়, তাঁরা মরেও অমর হবেন। [অপরদিকে, লতিফ সাহেবদের গুনগান প্রথম আলো'র বাইরে তেমন চোখে পড়ে না।]
আপনারা যাঁরা কোটিকোটি টাকার মালিক, তাঁরা সব সম্পদ সন্তানদের হাতে তুলে না দিয়ে জনকল্যাণে এর বড়ো অংশ দান করে দিন। অন্যথায়, সম্পদের ভাগাভাগি নিয়ে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ লতিফ সাহেবের সন্তানদের মতো করুন ও হৃদয় বিদারক হতে পারে। আশা করি নগণ্যের এ অনুরোধ বিবেচনায় রাখবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩০