শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক রাজনীতি কখনো ছাত্র-শিক্ষকদের মৌলিক অধিকার হতে পারে না। বন্ধুরাষ্ট্র ভারত কিভাবে বিষয়টা বিবেচনা করে তার নমুনা দেখুন।
"আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) ভারতে বাংলাদেশের বুয়েটের মতোই নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে সহস্র মেধাবী মুখের ভিড় দেখা যায়। আইআইটি-বম্বে'র এক বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচালক সুভাষ চৌধুরী এভাবে নির্দেশনা দিয়েছেন—‘...we can express our opinions, especially political ones, outside the campus as individuals without using IIT Bombay’s name.’ অর্থাৎ, ‘আমরা আমাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারি কেবল আইআইটি-বম্বে ক্যাম্পাসের বাইরে এবং প্রতিষ্ঠানটির সাথে আমাদের নাম না জড়িয়ে।’
মজার ব্যাপার হলো, রাজনৈতিক মত প্রকাশের সীমানা নির্ধারক তার এই দৃঢ় নির্দেশনার স্থগিতাদেশ প্রার্থনা করে সেই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে আমরা ভারতের উচ্চ আদালতের শরণাপন্ন হতে শুনিনি। তবে কি বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতে শিক্ষার্থীদের রাজনৈতিক মত প্রকাশের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে? একই প্রশ্ন বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও উত্থাপন করা যায়। এর উত্তর বিজ্ঞ পাঠকই নিজ বিচার-বিবেচনায় খুঁজে নেবেন।"
সূত্র: ৩রা এপ্রিল ২০২৪ তারিখে ঢাকপোস্ট ডট কম-এ প্রকাশিত আমার কলাম হতে নেয়া। লেখাটি এই লিংকে পাবেন: https://www.dhakapost.com/opinion/270431
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:২৫