কোটা সংস্কার আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার ঠিক কত শত তরুণকে হত্যা বা গুম করেছে তার ধারণা পাওয়া কঠিন। এ অমানবিক হত্যাযজ্ঞ সহজেই এড়ানো যদি কোটা সংস্কারের উদ্যোগ কয়েকদিন আগে নেয়া হতো। সে অর্থে এ গণহত্যা ইচ্ছাকৃত। শেখ হাসিনা বা তাঁর সরকার এর দায় কোনভাবেই এড়াতে পারেন না। আমার বিশ্বাস, আজ হউক কাল হউক, এ হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবেই যেমনটি হয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার তাঁর মৃত্যুর চার দশক পর।
এ প্রেক্ষাপটে সরকার কর্তৃক পুরস্কৃত লেখকবৃন্দের কাছে আমার বিনীত নিবেদন, এ গণহত্যার বিচারের দাবিতে তাঁদেরকে এ সরকারের দেয়া সকল পদক-সম্মাননা ফিরিয়ে দিতে। এতে এ যৌক্তিক দাবির প্রতি বিশ্ববাসীর নজর পড়বে। আপনাদের এ ত্যাগের বিষয়টিও সারা বিশ্বে আলোচিত হবে। ফলে, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। সে সাথে, আপনার নামও ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে।
আমার এ আহবানে কোন লেখক সাড়া দেবেন কি?
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




