বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা লক্ষ্যণীয় পার্থক্য হলো, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারি অফিস আদালতে দুর্নীতিবাজরা ভীষণ অস্বস্তিতে পড়েছিল; কিছুদিনের জন্য দুর্নীতি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বলা চলে।
এদিকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ঘুষখোররা কিছুটা সাবধানে অপকর্মটা করছে, মানে, ঘুষ লেনদেন বন্ধ হয়নি। এটি আমার কথা নয়, দেশে কয়েক সুহৃদের সাথে কথা বলে তেমন খবরই পেলাম। অনেকে বলছেন, দুর্নীতিবাজরাই এখনো সরকারি দপ্তরে ছড়ি ঘুরাচ্ছেন।
সরকারি কর্মচারীরা ঘুষ নিতে ভয় পাবে তেমন পরিবেশ তৈরী করতে না পারলে কোন সংস্কারই মাঠ পর্যায়ে সুফল বয়ে আনবে না। একাডেমিক রিসার্চ পেপার তৈরী আর রাষ্ট্র পরিচালনা এক নয়। তাই, সময় নষ্ট না করে কিছু কাজের কাজ করুন।
সরকার পরিবর্তনের যে অভাবনীয় সুযোগ এসেছে তা ষোলোআনায় কাজে লাগান। এতে ব্যর্থ হলে উপদেষ্টাবৃন্দই তোপের মুখে পড়বেন সবার আগে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




