বেশিরভাগ মানুষই নিজের দোষ দেখতে বা ধরতে অভ্যস্ত নয়। তারা কেবল অন্যের দোষ খুঁজে বেড়ায়।
উদাহরণ: বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পুরুষদের বেশিরভাগই বাড়ির মহিলারা ঠিকঠাক পর্দা করছে কিনা তা নিয়ে টেনশনে থাকে। অনেকে মা-বোন বা স্ত্রীর মাথা হতে হিজাব সরে গেলে বা পড়ে গেলে নানাভাবে তাদের শাসায়। তারা মনে করে, নিজেদের 'নিয়ন্ত্রণাধীন' এসব নারীদের দিয়ে যথাযথভাবে পর্দা পালন করানো তাদের দায়িত্ব ও কর্তব্য। অন্যথায়, পরকালে রাব্বুল আলামিনের কাছে এদের বেপর্দার জন্য জবাবদিহি করতে হবে। অথচ, এসব পুরুষের সিংহভাগই রাস্তাঘাটে বা টিভির পর্দায় খুবসুরত নারী দেখলে অপলক দৃষ্টিতে তাদের দিকে বারবার তাকাতে থাকে। পরকালের ভয়টা একদমই মনে জাগে না তখন।
সেই সব পুরুষদের উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা নিজে শুদ্ধ হয়ে তবে অন্যকে সংশোধনের চেষ্টা করুন; মানে, নিজের চরকায় তেলটা আগে দিন।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


