'ন্যানো প্রযুক্তি' ক্যান্সারের চিকিৎসায় রোগীর কষ্ট, খরচ ও সময় কমাবে বলে জানিযে়ছেন বিজ্ঞানীরা।
শুক্রবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শুরু হওযা় বিজ্ঞানীদের এক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
'এশিযা়ন কংগ্রেস অব ফ্লুইড মেকানিক্স'র ১৩ তম সমাবেশে অধ্যাপক ফজলে হোসেন এ সংক্রান্ত এক গবেষণাপত্র উপস্থাপন করেন।
তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাথডিস্ট হসপিটাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটে ক্যান্সার রোগ ও এর চিকিৎসা নিযে় ১০ বছর ধরে কাজ করছেন।
হিউস্টন বিশ্ববিদ্যালযে়র অধ্যাপক ফজলে হোসেন জানান, ক্যান্সার চিকিৎসায় প্রচলিত কেমোথেরাপি প্রযো়গ করতে গিযে় আক্রান্ত কোষের চারপাশের অনেক কোষ ধ্বংস হযে় যায়।
এতে রোগীর কষ্ট বেডে় যায়। বেডে় যায় খরচ ও চিকিৎসার সময়।
ন্যানো প্রযুক্তিতে শুধু ক্যান্সার আক্রান্ত কোষেই ওষুধ প্রযো়গ করা যাবে। আশপাশের কোষের কোনো ক্ষতি হবে না।
এই পদ্ধতিতে ঔষধের ব্যবহার ১০০ ভাগ থেকে কমে এক ভাগে নেমে আসবে। তবে ন্যানো প্রযুক্তি সফলভাবে প্রযো়গ করতে আরো ক'বছর সময় লাগবে বলে জানান অধ্যাপক ফজলে হোসেন ।
শুক্রবার সকালে আইইউটি মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিযা়র্স (বিএসএমই) আযো়জিত এই সম্মেলন উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো- 'প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঝুঁকি প্রশমন'।
পাঁচদিনের এই সম্মেলনে প্রবাহী পদার্থের ধর্ম ও গুণাগুণ নিরূপণ, শিল্প-কারখানায় এর ব্যবহার, অসম প্রবাহ, বিকল্প শক্তি, পানি, বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষযে় গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
সম্মেলনে বাংলাদেশ ছাডা়ও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালযে়শিযা়, ইন্দোনেশিযা়, চীন, কোরিযা়, জাপান, অস্ট্রেলিযা়, যুক্তরাষ্ট্র, রাশিযা়, ইরান, হংকং, ভিযে়তনাম, কানাডা, মেক্সিকো, স্পেন, ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির দুই শতাধিক প্রকৌশলী ও বিজ্ঞানী অংশ নিচ্ছেন।
কংগ্রেসে বিভিন্ন দেশের ১৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। ২১ ডিসেম্বর শেষ হবে এই সম্মেলন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




