
নারীর কান্না শারীরিক সম্পর্কে যাওযা়র ক্ষেত্রে পুরুষকে নিরুৎসাহিত করে।
ইসরাযে়লের গবেষকদের এক প্রতিবেদনে একথা বলা হযে়ছে।
'অশ্র" নারী ও পুরুষের মধ্যে অহিংস যোগাযোগ সৃষ্টি করে' এ বিষয়টির ওপর গবেষণা করেন তেল আবিব সংলগ্ন ওযা়ইজম্যান ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড ওলফসন হাসপাতালের বিজ্ঞানীরা।
তাদের গবেষণায় বলা হযে়ছে, নারীর কান্না দেখে পুরুষের টেস্টোস্টেরোন নিঃসরণের মাত্রা কমে যায়।
তাদের এ গবেষণার ফল একদিন ক্যান্সার চিকিৎসায় কাজে লাগবে বলে প্রত্যাশা করেন গবেষকরা।
ওযা়ইজম্যান ইনস্টিটিউটের অধ্যাপক নোযা়ম সোবেল বলেন, "অনেক ধরনের অসুস্থতা বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হয় টেস্টোস্টেরোনের মাত্রা কমিযে়।"
তিনি জানান, টেস্টোস্টেরোন কমানোর বর্তমান পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিযা় রযে়ছে এবং অশ্র"পাতের ব্যবহারে চিকিৎসায় সমস্যাগুলো দূর হবে বলে গবেষক দল মনে করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




