আমেরিকায় ঋতু বৈচিত্রে এ বছরে কিছুটা বাংলাদেশের হাওয়া লেগেছে। স্প্রিং যে সময় আসার কথা তার চেয়ে ঠিক বিশ পচিশদিন পরে এল। পাতা ঝরা সব গাছেই আবার ফুলে ফুলে ভরে যাচ্ছে, বাড়ীর আঙিনা থেকে জেল খানার প্রবেশ দ্বার সর্বত্রই বাহারী ফুলের সমোরোহ। চেরী ফুলের অসাধারন শোভা না দেখলে বোঝানো মুশকিল। আজকে বিকেলে হাটতে গিয়ে দেখলাম ম্যাটরিয়ট হোটেলের সামনে বিশাল আঙিনায় রাস্তার পাশে হাজার হাজার টিউলিপ ফুটে আছে। কি অবলিলায় শিশুরা সে গুলো ছুয়ে যাচ্ছে অথচ কেউ একটা টিউলিপের পাপড়িও ছিড়ছে না। মজার ব্যাপার পাশেই একজন চায়নিজ মহিলার একটা টিউলিপ ফুলের দোকান আছে, সেখান থেকে মানুয টিউলিপ কিনে নিচ্ছে আট দশ ডলার দিয়ে তার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য। উপহারের জন্য যে মুল্য দিতে হয় এখানকার শিশুরাও তা ছোটবেলা থেকেই শিখে নিচ্ছে অথচ আমি নিজেই আমার প্রেমিকার জন্য গোলাপ ছিড়ে নিয়েছিলাম অন্যের গাছ থেকে তাও ইউনিভারসিটিতে পড়ার সময়ে।
আমারিকা স্বপ্নের দেশ এখানে স্বপ্ন ভেসে বেড়ায় কত কথা শুনেছি এদেশে আসার আগে। যুবকদের স্বপ্নের ফ্রি সেক্স বাতাসে ভেসে বাড়ায় আরো কত কি ? কথা গুলো যে একেবারে মিথ্যে তা নয় তবে স্বপ্নকে এখানে রিয়েল ফ্রেমে কঠিন শ্রমে প্রপার কানুনে ধরতে হয় আর সেক্স সেটা তো আরো সতকর্তায় পা ফেলতে হয়। সতকর্তায় আপনার পছন্দের কাউকেই অনায়াসে বলা যায় আই লাভ ইউ কিংবা সেক্সের প্রস্তাব কিংবা করা ও যায় কিণ্ত বিপদ আপনার পিছে ছায়ার মত লেগে যা্য়। কয়েকটা উদাহরন দিলেই ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে। ভদ্রলোকের নাম থমাস লিভ টুগেদার করে আঠারো বছর ধরে তার বান্ধবীর সাথে। কিতে কি হয়েছে গত মাসে বান্ধবি কেসের রায় পেয়েছে কোর্ট থেকে থমাস নাকি সতের বছর আগে তাকে তার অসম্মতিতে তাদেরই বেডে সেক্স করেছিল আর কি রেপড কেস বেচারা থমাস এখন জেলে আর বান্ধবী থমাস এর একাউন্ট থেকে ভাতা পাবে নিয়মিত আনটিল থমাস মুক্ত হওয়া পর্যন্ত। গতকাল এক স্পেনিস মহিলা আমার বউকে জিগেস করেছিল কত বছর স্বামীর সাথে ঘর করছে এবং শুনে সে বিস্মিত হাউ কাম এত বছর এক স্বামীর সাথে থাকা যায় আরো বিস্মিত বার বার একই লোকের সাথে কিভাবে সেক্স করা যায়। বোরিং লাগে না আরো কত কি ? শ হ জ প্রশ্ন ছিল আমার এই ছোট বাচ্চাটা আমার কি না নাকি অন্য কারো সাথে সেক্স করে হয়েছে। ওদের কাছে এক অবিশাস্য ব্যাপার দিয়ার ইজ নো লজিক দ্যাট প্রত্যেক বাচ্চা একজন পুরুযের কাছ থেকে ণিতে হবে। ব্যাতিক্রম ও অনেক আছে। এটা আমার ট্রপিক না এটা যে খারাপ তাও আমি বলছি না। এটা ওদের কালচার একজন শিশুকে তারা মানুয হিসাবে দেখে কিভাবে সে জন্ম নিল এটা ওদের বিবেচ্য বিযয় নয়। একজন নারী প্রেগনান্ট হওয়ার সাথে সাথেই গভমেন্ট তার কেয়ারের ভার নিয়ে নেয় ( যদি সে চায় ) তার নিউট্রেশান তার চিকিৎসা তার এডিশনাল ভাতা আরো কত কি এবং গভমেন্ট মনে করে শিশুর জন্মের আঠারো বছর পর্যন্ত তার দায়িত্ব ফর টেকিং কেয়ার প্যারেনটস এর পাশাপাশি এজ ওয়েল। শুনে হয়ত অবাক লাগবে শিশুটি জোরে কাদলে এবং পুলিশ জানলে তোমার ভোগান্তির শেয নেই। হাজারো প্রশ্ন এবং এটা যদি সত্যি হয় যে তুমি মেরেছ তা হলে কেল্লা ফতে। কোর্টে হাজির হও প্রমান করো তুমি বাচ্চা পালার উপযুক্ত কিনা-আমারিকা স্বপ্নের দেশ এখানে স্বপ্ন ভেসে বেড়ায় কত কথা শুনেছি এদেশে আসার আগে। যুবকদের স্বপ্নের ফ্রি সেক্স বাতাসে ভেসে বাড়ায় আরো কত কি ? কথা গুলো যে একেবারে মিথ্যে তা নয় তবে স্বপ্নকে এখানে রিয়েল ফ্রেমে কঠিন শ্রমে প্রপার কানুনে ধরতে হয় আর সেক্স সেটা তো আরো সতকর্তায় পা ফেলতে হয়। সতকর্তায় আপনার পছন্দের কাউকেই অনায়াসে বলা যায় আই লাভ ইউ কিংবা সেক্সের প্রস্তাব কিংবা করা ও যায় কিণ্ত বিপদ আপনার পিছে ছায়ার মত লেগে যা্য়। কয়েকটা উদাহরন দিলেই ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে। ভদ্রলোকের নাম থমাস লিভ টুগেদার করে আঠারো বছর ধরে তার বান্ধবীর সাথে। কিতে কি হয়েছে গত মাসে বান্ধবি কেসের রায় পেয়েছে কোর্ট থেকে থমাস নাকি সতের বছর আগে তাকে তার অসম্মতিতে তাদেরই বেডে সেক্স করেছিল আর কি রেপড কেস বেচারা থমাস এখন জেলে আর বান্ধবী থমাস এর একাউন্ট থেকে ভাতা পাবে নিয়মিত আনটিল থমাস মুক্ত হওয়া পর্যন্ত। গতকাল এক স্পেনিস মহিলা আমার বউকে জিগেস করেছিল কত বছর স্বামীর সাথে ঘর করছে এবং শুনে সে বিস্মিত হাউ কাম এত বছর এক স্বামীর সাথে থাকা যায় আরো বিস্মিত বার বার একই লোকের সাথে কিভাবে সেক্স করা যায়। বোরিং লাগে না আরো কত কি ? শ হ জ প্রশ্ন ছিল আমার এই ছোট বাচ্চাটা আমার কি না নাকি অন্য কারো সাথে সেক্স করে হয়েছে। ওদের কাছে এক অবিশাস্য ব্যাপার দিয়ার ইজ নো লজিক দ্যাট প্রত্যেক বাচ্চা একজন পুরুযের কাছ থেকে ণিতে হবে। ব্যাতিক্রম ও অনেক আছে। এটা আমার ট্রপিক না এটা যে খারাপ তাও আমি বলছি না। এটা ওদের কালচার একজন শিশুকে তারা মানুয হিসাবে দেখে কিভাবে সে জন্ম নিল এটা ওদের বিবেচ্য বিযয় নয়। একজন নারী প্রেগনান্ট হওয়ার সাথে সাথেই গভমেন্ট তার কেয়ারের ভার নিয়ে নেয় ( যদি সে চায় ) তার নিউট্রেশান তার চিকিৎসা তার এডিশনাল ভাতা আরো কত কি এবং গভমেন্ট মনে করে শিশুর জন্মের আঠারো বছর পর্যন্ত তার দায়িত্ব ফর টেকিং কেয়ার প্যারেনটস এর পাশাপাশি এজ ওয়েল। শুনে হয়ত অবাক লাগবে শিশুটি জোরে কাদলে এবং পুলিশ জানলে তোমার ভোগান্তির শেয নেই। হাজারো প্রশ্ন এবং এটা যদি সত্যি হয় যে তুমি মেরেছ তা হলে কেল্লা ফতে। কোর্টে হাজির হও প্রমান করো তুমি বাচ্চা পালার উপযুক্ত কিন।......চলবে
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




