
তোমরা যখন বর্ণবাদের বুলি কপচাও,
আমার বড্ড হাসি পায়!
তোমরা যখন সাদা-কালোর সমতা চাও,
তখন আমি নিঃশব্দে আকাশ কাঁপিয়ে হাসি!
আমার এই হাসির কারণ জানো?
আমার এই হাসির কারণ "তুমি" "তোমরা"
"তোমাদের এই সমাজ"।
অবুঝ বয়স থেকে এক শিশুর মনে
হীনম্মন্যতা তৈরি করে দিয়ে
যখন তাকে যোগ্যতার গান শোনাও,
গায়ের বর্ণকে তুচ্ছ করে এগিয়ে যেতে বলো..
তখন তা কতটা হাস্যকর শোনায়
তা কি জানো তোমরা?
জানো না!
তোমাদের পক্ষে জানা সম্ভব নয়।
কারণ,
গায়ের বর্ণ অনুজ্জ্বল-
এটি তোমাদের কাছে একটি গল্পের প্লট,
অজস্র আর্টিকেলের মুখবন্ধ।
সমাজের কাছে মহান সেজে ওঠার হাতিয়ার!
আর কিচ্ছু নয়!
আর কিচ্ছু নয় এই রঙটি তোমাদের কাছে।
কিন্তু এই রঙটি সেই মানুষটির কাছে এক পাহাড় বেদনা,
যে জানে যন্ত্রণা কাকে বলে! কাকে বলে অপমান!
যে রাতের অন্ধকারে এক বুক কষ্টকে মেরে ফেলে
অনাগত সেই সন্তানের কথা ভেবে,
যাকে সে নিজ হাতে হত্যা করবে;
যদি ছোট্ট দেহে নিজের ছায়া দেখতে পায়!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




