প্রতীত আলাপন
তোর সাথে তখন আমার কথা হতো না!
মনের মাঝে গোপন দুঃখ ভীষণ-
মনে হতো,
যদি তুই আমায় বুকের মাঝে ধরতি জড়িয়ে-
দু'হাত বাড়িয়ে!
তোর সাথে তখন আমার দেখাও হয় না!
মাঝে মাঝে ইচ্ছে হতো,
ছুটে চলে যাই তোর কাছে-
আবার আপন হই সব হারিয়ে, সব ছাড়িয়ে...
তোর সাথে তখন আমার গভীর অভিমান!
একলা... বাকিটুকু পড়ুন








