আজ ফের মানুষের দুঃখে আমার কান্না পায়,
মানুষের কান্না ছুঁয়ে যায় আমার ব্যথিত হৃদয়।
আমি পুনরায় ভাবতে পারি মানুষের জীবন নিয়ে,
বুঝতে পারি কেন মানুষ শত অবহেলা, শত বেদনার পরেও বাঁচতে চায়।
আমি বুঝতে পারি কেন মানুষ মানুষেরে ভালোবাসে,
কেন ছুটে আসে একে অপরের যন্ত্রণায় নূন্যতম ঢাল হয়ে;
মানুষের জীবন আজ স্বচ্ছ ফটিক জল আমার আয়নায়।
আমি স্পষ্ট আকাশ দেখি সে জলে,
আর ভাবি,
কেমন করে মানুষ আজও এতো আয়োজন করেও বেঁচে থাকে নিষ্ঠুর এই পৃথিবীর লয়ে।
জুলাই ২১, ২০২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


