
আমাদের দেশে যে কোটা ব্যবস্থা বিদ্যমান, এটা কতটুকু যুক্তিসঙ্গত? “ফিজিক্যালি চ্যালেঞ্জড” কোটার প্রয়োজনীয়তা আমি অবশ্যই স্বীকার করি। অবশ্যই যারা এই চ্যালেঞ্জের স্বীকার তাদের যুদ্ধের সাথে আমাদের যুদ্ধ মেলে না। আমরা যে যুদ্ধ করি, সে যুদ্ধ তো তারা করেই; সাথে আরো অতিরিক্ত যুদ্ধ তাকে করতে হয়। তাই এই কোটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু “মুক্তিযোদ্ধা কোটা”, ”উপজাতি কোটা”?
’৭১ এ যাঁরা যুদ্ধ করেছেন, অবশ্যই তাঁদের অবদান অবিস্মরণীয়। তাঁদেরকে অন্তত আমি সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু তাঁদের এই অবদানের জন্য তাঁদের বংশধরেরা ক্রমাগত সুযোগ পায় কীভাবে; যেখানে অনেক ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা (!) আর অবহেলিত সত্যিকারের বীর মুক্তিযোদ্ধাদের অসহায়ত্বের কথা আমাদের দেশে ওপেন সিক্রেট?
একজন সাধারণ পরীক্ষার্থী যখন অনেক পরিশ্রম করে ৭০+ পেয়েও পাবলিক ভার্সিটিতে সিট কনফার্ম করার প্রচেষ্টায় হিমশিম খায়, সেখানে শুধুমাত্র কোটার জোরে অনেক ৪০+ মার্কস নিয়েও সুযোগ পায়। যে স্টুডেন্টটা পড়াশোনা করে চান্স পেল, আর যে কোটায় অল্প মার্কস পাওয়া সত্ত্বেও চান্স পেল, এদের আপনি এক পাল্লায় মাপতে চান কী? জানি, তাদের জন্য আলাদা সিট বরাদ্দ, আমাদের সাধারণের ঘরে তারা অনধিকার ফলাতে আসবে না; তবুও কি এটা অযৌক্তিক মনে হয় না?
উপজাতি কোটা কেন থাকে যেখানে তারা নিজেদের “উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী” ট্যাগকে অপমানজনক মনে করে? যদি বলেন, পাহাড়ী এলাকায় শিক্ষা সুবিধা এখনও অনগ্রসর- তবে আমি বলতে চাই, বাংলাদেশে এখনো অনেক গ্রাম আছে যেখানে হতদরিদ্ররা টাকার অভাবে পড়াশোনা করতে না পেরে অল্প বয়সেই কাজে যুক্ত হয় কিংবা মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ দেখা যায়। তবে তাদের জন্য কোটা নেই কেন??
আমার ক্লোজড ফ্রেন্ড সার্কেলের মধ্যেই অনেকের কোটা আছে। তাদের প্রতি কিংবা অন্য কোনো কোটাধারীর প্রতি আমার বিন্দুমাত্র কটাক্ষ নেই। বরং আমিই তাদের বলি তোর যেহেতু কোটা আছে, চিন্তা করিস না; হয়ে যাবে ইত্যাদি, ইত্যাদি। আমার কটাক্ষ এই সিস্টেমের প্রতি। সিস্টেমে থাকলে আর তা আমার সাথে গেলে আমি অবশ্যই সেই সুযোগ ভোগ করতে চাইব। এটাই স্বাভাবিক।
কিন্তু আমার মনে হয়, এই কোটা সিস্টেম (শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জড কোটা বাদে) আমাদের শিক্ষা/চাকরির বাজারে অহেতুক বিভাজনের সৃষ্টি করে। অনেক যোগ্য পরীক্ষার্থী সুযোগ না পেলেও অনেক অযোগ্যরাই সুযোগ পেয়ে যায়।
এই বৈষম্য বন্ধ হোক!!!
ছবি: সংগৃহীত। অথচ প্রতিবন্ধী কোটাতেই বেশি সুযোগ থাকা উচিৎ ছিল! আর নারী কোটা!!!!!!!!
ছবিটা লেখার পরে সংগ্রহ করেছি। নারী কোটা আর জেলা কোটাও যৌক্তিক বলে মনে করি না। নারীরা কোনো ভিনগ্রহের প্রাণী না যে আলাদা কোটা রাখতে হবে। জেলা কোটার ক্ষেত্রেও একই মতামত। জানি, পূর্বে আন্দোলন করেও কিছু হয় নাই, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না! তবুও এই বৈষম্য শেষ হোক, এ্টাই প্রার্থনা করি!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৪ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



