২০২১ সাল আপনাকে কী দিয়েছে?
বলেছিলাম, অল্প কথায় বলা যাবে না, রচনা নিয়ে আসছি। তবে এখন রচনা হয় কি না দেখি। অল্প কথায় বোঝানো গেলে কে কথা বাড়ায়?
প্রতিটা বছর শেষ হওয়ার পরেই সেই বছরকে ঘিরে আমাদের মনে বিশেষ একটা অনুভূতি তৈরি হয়, যা পরবর্তী বছরের যাঁতাকলে পড়ার আগে পর্যন্ত সতেজ থাকে বলেই আমার ধারণা। চলতি বছরকে ঘিরে আমার টক-ঝাল-মিষ্টি অনুভূতি। সব মিলিয়ে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বছর ছিল এটি। অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু ফিরে পেয়েছি। তবে দিনশেষে আমি "আমার আমি" কে খুঁজে পেয়েছি। ঠিক যেমনটা আমি ছিলাম কিংবা যেমনটা আমি হতে চেয়েছিলাম!
২০২১ থেকে আমার একটি উপলব্ধি এসেছে - আমরা আসলে আমাদের জীবনটা তিনভাবে কাটাই।
1. We survive in our life
2. We just lead our life
3. We enjoy our life
আমার মনে হয়, আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এই পর্যায়গুলো পার করি। কিংবা আমাদের পুরো জীবনটাই এই তিনটি পর্যায়ের সমষ্টি!
এই বছরের প্রথম কয়েকটা মাস আমাকে survive করতে হয়েছে। কী অমানুষিক শারীরিক-মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েছি, আমি এখন কল্পনাও করতে পারি না। এরপরে একটা পর্যায় এলো, যখন শুধু বেঁচে থাকতে হতো বলে বেঁচে থাকতাম। মানে it was just leading a life. কোনো আশা নেই, স্বপ্ন নেই। শুধু খাওয়ার জন্য খাওয়া, পড়ার জন্য পড়া। অথচ দীর্ঘ একটা সময় পরে আমি কষ্টের প্রতিদান পেলাম। Now I am enjoying my life. আলহামদুলিল্লাহ! বছর শেষে আমার কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। অনেক ঝড়ের পরেও চমৎকার একটা রেজাল্ট নিয়ে আমি বাবা-মায়ের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি, আমার মতো সুখী কে হতে পারে?
নিজেকে চেনার, বোঝার, ফিরে পাওয়ার যে যাত্রাটা- তা ২০২১ আমাকে দিয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত এই বছরের কথা মনে থাকবে আমার।
আমাদের সকলের ভবিষ্যৎ যাত্রা সুন্দর হোক!
মৌরি হক দোলা
ছবিঃ সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ ভোর ৪:২৭