অবশ্যই শিবিরকে অতি নিম্ন প্রকৃতির ভন্ড বলেছি। শিবিরকে বিচার করতে হবে সামগ্রিকভাবে। শুধু গাছ লাগানো দিয়ে নয়।
যারা মুক্তিযুদ্ধকে রীতিমত অস্বীকার করে, এমনকি এখনো সগৌরবে বলে বেড়ায় যে, একাত্তরে গৃহযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি; তারাই যদি মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি দেয়, তাহলে তাকে কি আমি ভন্ডামি বলব না! এবং এটি শুধু ভন্ডামি নয়, অতি নিম্ন প্রকৃতির ভন্ডামি।
আর ধর্মকে নিয়ে এতটা ভন্ডামি ওদের মত আর কেউ করে কি? ওরা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ইচ্ছেমত ব্যবহার করে। ঐ যে, ধর্মের কল বাতাসে নড়ে।
অতএব, আবারো বলছি, জামায়াত-শিবির অতি নিম্ন মানের ভন্ড। এদের পরিত্যাগ করা আমাদের অবশ্য কর্তব্য।
হাহ মুক্তিযোদ্ধা বাবার সনদ পরীক্ষা করে বৃত্তি প্রদান করছে শিবির.. কি অপমানকর কথা ঐ সনদ হাতে নিচ্ছে শিবির কর্মী যে মনে মনে হাসছে বেটা ৭১ এ কি করতে পারলি, আজ তো আমার কাছেই হাত পাততে হলো...
শিবির কী জামাতের যুদ্ধাপরাধী কর্মকান্ডের প্রতিবাদ কিংবা বিরোধিতা কি করেছে? আপনি বললে তো হবে না, শিবিরের হাই কমান্ডকে বলতে হবে... আপনার বুইনেরে রেইপ কইরা যদি কেউ আবার হাসপাতাল খরচ দেয় ভালো লাগবে? আপনার মুক্তিযোদ্ধা বাপরে গুলি কইরা, আবার আপনার মাথায় হাত বুলায় দুইটা পয়সা ধরায় দেয়, ভালো লাগবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




