
ভালোবাসার ভেজা মেহেদী শুকাইনি হাতে..
তবুও নাকি "বেশ সুখেই আছি"___বলতে হবে!
অদ্ভূত এক আঁধার রঙে আঁকছি চোখের পর্দা
কতখানি উন্নয়নে গাড়ল ধুলো তাই আজকে দেখাবো শুধু _
পাবলিক শান্তি তো চুলোয়, জ্যামে-জমে আলু-ভর্তা।
অদ্ভুত নির্লজ্জ মিথ্যায় শান্তির এক কাটছি ফিতা
স্বার্থ হরিণ হত হায়েনার হাতে কেড়ে নিয়ে ছুটছে চিতা
শ্মশানে দাহ হইনি বটে বিবেকের ঘাটে লাশ আমি আত্মা চিতা।
পুড়ছে পুড়ছে... পাও গন্ধ? পুড়ছে; দেউল-দেবতা-দেয়াসিনি-পিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


