
কী ক'ব ভাই! নিজেরই বিশ্বাস যাচ্ছে নড়েচড়ে
অনুভবের ভারে শক্তি আর আগের মতো নাই।
বোধ তাও যাচ্ছে বলে—
একদিন তো ভিড়তেই হবে মরার কোলে।
ভিজে তো যাচ্ছি এমনিতেই, ঘামে-সমস্যার নোনা জলে!
কী আর আছে বাকি?
তার ওপর আবার ঢেউয়ের ভয়ে জুবুথুবু হলে নিজের কাছেই নিজের ইজ্জত থাকবে কি?
মরার কোলে তো একদিন ভিড়তেই হবে; বন্দরে বা পথমাঝ–
ভয় স্বাভাবিক; অচেনা এ যাত্রা, আনকোরা সাওয়ারী
চারিদিকে নিক্তির শ্বাপদ সমাজ–
তারি মাঝে বঁধু তুমি লড়ায়ের রেখো ইতিহাস।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


