অকষ্মাৎ অসংখ্য স্মৃতিরা
পাখির মত ভাসতে ভাসতে
আমার মনের কোঠরে এসে বিষবাষ্প ছড়ায়।
আমি চমকিত হই। ভরসা হারা হইনা।
কারণ প্রত্যেক বিজয়ীর যেমন পরাজিতের
চ্যাপ্টার থাকে তেমনি পরাজিতের থাকে
জয়ের অধ্যায়।
আমি প্রতিনিয়ত আমার হারানো সোনার
শৈশব নিয়ে রং তুলির শিল্পকর্ম করি।
বাবার বুকে নিজের আশ্রয় বা মায়ের
সঙ্গে বসে বসে মাছকু্টা দেখার স্বপ্নে
আজকালও হই মাতোয়ারা। কিন্তু বর্তমান
বড় অবাধ্য সময়। সে অরোধ্য ও
অসম্ভবের ঘুড়ি উড়ি্য়ে যাচ্ছে বহুদূর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




