যেমনি চললে মানুষ চাল চলনের ব্যাকরনের
শুদ্ধতা নিয়ে প্রশ্ন করে না,দৃষ্টিতে পডি না।
আমি তেমন চলতে চাই।
কারন,পৃথিবীতে বসবাসের জন্য আমাকে
সমাজের রীতিনীতি মানতে হয়। কিন্তু
প্রায়ই মনে হয় পারি না।
যেভাবে চলার কথা।
যেভাবে চলছে আর দশজন মানুষ।
সেখান থেকে আমি বিচ্যুত হয়ে গেছি
বহু আগে।
তাই আজকালকার প্রচেষ্টা ব্যর্থতার মুখ দেখে।
পৃথিবীর সর্বোচ্চ পঠিত, অবিকৃত পুস্তকখানি
নাডাচাডা করি,ভাবনায় ফিরি ।
কিন্তু ঘুরে ফিরে মনে হয়
বোধহয় একজন কবিকে
সম্মান দিতে এই সমাজ খুব একটা
প্রতিঙ্গাবদ্ধ নয়। যেখানে প্রতিরোধের
মুখে থমকে দাঁডায় জীবনের গতিপথ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




