ইবাদতে ভাই জান্নাত মেলে, খেদমতে খোদা রাজি
দুঃস্থের সেবা ব্যথিতের সেবা ব্রত হোক তাই আজি।
স্বামীহারা নারী অথবা অভাবী সেবা করে যেই জন
সেই জন যেন করিতেছে কোন জিহাদের আয়োজন।
অথবা সেজন হয়ত এমন দিনভর রোজা রাখে
সারাটি রাত্র নামাযে নামাযে দাঁড়ায়ে সেজন থাকে।
যেই মুসলিম পেট পুরে খায় প্রতিবেশি ভুখা রয়
আল্লার নবী গিয়েছেন বলে সে জন মুমিন নয়।
ভুখা মানুষেরে খাবার খাওয়ানো সবচেয়ে বড় দান
আল্লাতালার ক্ষমা লাভ হল এ দানের প্রতিদান।
৩০ নভেম্বর,২০০৯
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




