বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে প্রথম ব্যাক্তিগত কম্পু ও নেট পাই। নিজের মানষিক উৎকর্ষের জন্য ইন্টারনেটকে কিভাবে কাজে লাগাবো এ বিষয়ে আমার বড় ভাইয়া বেশ দীর্ঘ এক লেকচার দিয়েছিলেন। সেই লেকচারের মাধ্যমেই সামুর সাথে আমার পরিচয়।
সামু সম্পর্কে ভাইয়া আমাকে যা বলেছিলেন তার সারমর্ম হল: এখানে অনেক উচ্চশিক্ষিত, মেধাবী ব্যক্তিরা রাজনিতী, খেলাধুলা, গল্প, কবিতা, মতামত, বিষ্লেশন, .. ইত্যাদি ইত্যাদি প্রকাশ করে। এখানে গেলে অনেক কিছু শিখতে পারবি।
যাইহক বেশ কিছুদিন হল সামুতে আসা যাওয়া শুরু করেছি।
এখানে মাঝে মাঝে খুব ভালো পোস্ট পড়ার সৌভাগ্য হলেও অধিকাংশ সময় যা দেখি তা সত্যি কষ্ট দায়ক। বিশেষ করে নাস্তিক-আস্তিক মাড়ামাড়ি, অকথ্য গালা গালি, ব্লগারদের বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অযৌক্তিক ধাওয়া পাল্টা ধাওয়া...... আমি সত্যি কনফিউসড।
জুনিয়র হয়েও একটি অপ্রিয় সত্য কথা বলছি যে এখানে এসে যতসব উদ্ভট গালি
দেখেছি বিশ বছর ঢাকার অলিতে গলিতে বড় হয়েও এরকম আগে কোথাও শুনি নাই....
সম্ভবত শিক্ষিত সোসাইটি বলেই গালি গালাজের ভাষা এতো উন্নত।
যাইহক ভাইয়ার কথা যে একেবারেই ভুল তা বলতে পারছিনা। কারন ভালো খারাপ অনেক কিছুই শিখেছি। এর মধ্যে ভালোর পরিমান অবশ্যই বেশি। কারন ভালো সংখ্যায় কম হলেও অনেক রকম, বিস্তৃত ও ব্যাপক। খারাপের সংখ্যা বেশি হলেও তা কম। কারণ খারাপের কোন রকম নেই। সব খারাপের গন্তব্য একটাই.... ডাস্টবিন।
বুঝতে পারছি যে হ্যাপি ব্লগিং বাজে পোস্টগুলো সতর্কতার সাথে ইগনোর করতে হবে।
আমার কথায় সিনিয়র ভাইয়া/আপুরা কষ্ট পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,
এই কামনায় দুঃখবিলাপ শেষ করলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




