খুবতো বললে জয়েন্টগুলো খুলে দিলে শুন্য সবই
ফিজিক্সের এযাবতকালে লিখিত সুত্রেই বাধা পড়ে আছে মহাজাগতিক সব,
সংঞ্জা্য়ীত হয়েছি আমরা সবাই।
হাড় মাংসের জয়েন্টগুলো খুলে দিলে শুন্য সবই,
বাকি থাকে অনু পরমাণু, এইতো সমাপ্তি!
তাই যদি হয়... তোমরাইতো আবার মানবতা মানবতা চিৎকারে বুক ফাটাও হঠাৎ হঠাৎ
আগে মানবতাকে সংঞ্জা্য়ীত কর তোমাদের গানিতিক মডেলে
স্যার নিউটন বলেছিলেন যার ভরবেগ যত বেশি, সে ততো জোরে ধাক্কা দেবে
তবে এম-১৬ এর তীব্র গোলা যদি ৭ বছরের মেয়ে ফাতিমার বুকে আঘাত করে যায়... তোমাদের হাহুতাশ কেন??
ভরবেগের মোট পরিবর্তনতো শুন্যই রয়ে গেলো!!!
পুজির সমাজে সবল যদি দুর্বলকে সর্বশান্ত করে... তোমাদের খুশি হওয়া উচিত এই ভেবে যে... যেখানে আধান বেশি... ইলেক্ট্রনতো সেদিকেই যাচ্ছে।
যদি বিগ বেবীর বিস্ফরণে জিবন যায় আড়াই লাখ
তো তোমাদের কি? বিক্রিয়া যা হয়েছে রসায়নের নিয়মেই হয়েছে।
স্কুলবয়ের ত্বক + তেজস্ক্রয় রশ্মী = কালো কালো কার্বন + বাষ্প + হাবিজাবি
সামান সমান চিন্হ মানে আগেও যা পরেও তা
সব একপাশে নিয়ে এলে দেখা যাবে শবই শুন্য হা হা হা
তবে একটা কিনতু থেকে যায়... জীবন কই গেলো... নাহ্ জীবন বলে সম্ভবত কিছু নেই।
হাড় মাংসের জয়েন্টগুলো খুলে দিলে শুন্য যদি সবই,
যদি বাকি থাকে অনু পরমাণু
তবে বল... প্রেম কি?
তোমার উত্তর: জৈবিক চাহিদা.. এছাড়া আর কিইবা বলবে তুমি?
তবে নিরুপমা কেন? তোমার ছোটবোন অদিতির দিকে তাকাও... দেখতে নিরুর চেয়ে হাজারগুন... কাছের জিনিসের প্রতি আকর্ষণও নিশ্চয় বেশি। আর আল্টিমেটলি ফলাফলতো একই... শুন্য
কি পারবে না?? বলো... অদিতির প্রতি তোমার ফিলিংস কি?
ভাইয়ের ভালোবাসা? তাহলে বলো "ভাই কি? বোন কাকে বলে?" নিরু আর অদিতির জন্য ভালোবাসার সমীকরণ আকারে লিখ।
কিন্তু সামান সমান চিন্হ মানে আগেও যা পরেও তা
সব একপাশে নিয়ে এলে দেখা যাবে শবই শুন্য হা হা হা
তাহলে প্রেম, ভালবাসা, মমতা, স্নেহ, বিবেক...এসব কই যাবে? নাহ্ এসব বলে সম্ভবত কিছু নেই।
মানুষ কি শুধুই অনু পরমানুর সমষ্টি? জয়েন্টগুলো ছাড়া তার ভিতর ভিন্ন কিছু কি নেই?? জীবন, বিবেক... এসব গুরুতর জিনিসগুলোকে তারা কিভাবে অস্বীকার করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




