পঁচিশ-ছাব্বিশ ফেব্রুয়ারী
ধোঁয়াটে বাতাসে দু:খের বারোয়াড়ী
বাবার দুটি পদ শঙ্কা জড়ানো
এদিক সেদিক শুধু করছে পায়চাড়ী
মৃত্যপুরী আজ হয়েছে পিলখানা
ম্যানহোল ড্রেইন সব রক্তে যমুনা
মায়ের কন্ঠে তবু নেই কোন চিৎকার
যেন মেনেছে হার আজি প্রসব বেদনা
আকাশে বাতাসে ফায়ার-গর্জন
করেছে স্নহপ্রীতি মায়ার বর্জন
বুলেট শিঁষ দেয় বোনের কানে কানে
অঝরে ঝরছে হৃদয়ে ক্রন্দন
খবর শুনে শুনে কাঁদছে জনতা
দেখেনি তারা কভূ এমন শঠতা
যোদ্ধারা কখনও তো কাঁদতে শেখেনি
দেখ, অশ্রুজলে তাদের কপোল নোনতা
বিডিআর বা সেনা বাহিনীতে আমার নিকট আত্নীয় নেই কোন। তবুও গুগল থেকে ছবিগুলো সংগ্রহের সময় অশ্রু বেঁধে রাখতে পারলাম না।
সকল শহীদ আত্নার প্রশান্তি কামনা করছি।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




