স্বাধীনতা এখন বুক পকেটে
স্বাধীনতা এখন মঞ্চের আড়ম্বরতায়,
শ্রীহীন বক্তৃতায়, অসারের তর্জন গর্জনে
স্বাধীনতা এখন চোখের ইশারায় দৈনিক পত্রিকায়
স্বাধীনতা এখন দূরালাপনীর ওপারের আদেশ-নির্দেশে,
হঠাৎ ব্যাটন চার্জে, ধর-পাকড়ে
স্বাধীনতা এখন রঙ্গপ্রিয় হেডলাইনে, টকশো-র খোশগল্পে
স্বাধীনতা এখন ক্রমবর্ধমান দ্রব্যমূল্যে, আলেখ্য বাজেটে,
দুর্ভিক্ষের পূর্বাভাসের আতঙ্কে
© মাহতাব বাঙালী
চট্টগ্রাম
১৩/১১/২০২২
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



