শ্রী ভগবাত গীতা মধ্যে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার বিশীর ভাগ হলো কোরোেক্ষত্র
১৮ দিনের যে যুদ্ধে হয়েছে তাই এই ভগবাত গীতায় এসে স্থান পেয়েছে। অষ্টম অধ্যায় যে গীতা সেখানে অর্জুনের প্রশ্নে এবং কৃষ্ঞ মন্ত্র সিমাব্ধ। যেমন অজুন যুদ্ধে ক্ষেত্রে এসে তার পরিবারের লোকদের দেখে যুদ্ধ করতে অনাপত্তি দিলে কৃষ্ঞ তাকে যুদ্ধ করেতে উপদেশ দিলেন।
এখনে প্রশ্ন হলো কৃষ্ঞ যদি বগবান হন তালে যুদ্ধ (ধংষ) উপদেশ ছাড়া অন্য কোন উপদেশ দিতে পারতেন ?
অষ্টম অধ্যায় গীতা কোন প্রতিমা পূজা বিষয় বস্তু স্থান পাই নাই। তা হলে এই প্রতিমা পূজা ..................? যদি কৃষ্ঞ বগবান হন তাহলে সনাতন ধর্মের লোকেরা কোন অনেকগুলো প্রতিমা পূজা করে এক বগবানের আরাধোনা করেনা? সনাতন ধর্মের গ্রহন্তগুলো বলেছে যে ইশ্বরে কোন প্রতিমা নেই ইশ্বর নিরাকার তাহলে এই প্রতিমা গৃলো পূজা কিভাবে এসেছে।
তবে কি তারা এই আধুনিক যুগে এসে হাজার বছরের পূরনো ধারনায় রয়েছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



