
সাতচল্লিশ বছর পেরিয়ে গেলো তাকে এখনো খুঁজে বেড়াই
রেশমি চুড়ির নিক্কণ এখনো কানে বাজে
সাতচল্লিশ বছর আগের উষ্ণ হ্নদয়ের ছোঁয়া নখ থেকে চুল পর্যন্ত আজো দুই হাজার ভোল্টের মত শিহরণ জাগিয়ে যায়।
কোন এক লোহিত লগ্নে আমরা দুজনেই ভাসিয়েছিলাম অভিমানের কোটা নৌকা
এই সাতচল্লিশ বছরে মনের ঘরের ঢোকার পাসওয়ার্ডটিও হয়তো ভুলে গেছি
হয়তো দুজনার আবেগের উপচানো নদীতে এখন শুধুই খরা
তবুও তার আশায় মনে এখনো বসন্ত পুষে রাখি
আমাদের অমীমাংসিত পাটিগণিতেরা এখনো মিলেমিশে একাকার হতে চায়
সাতচল্লিশ বছর পেরিয়ে গেলো তাকে এখনো খুঁজে বেড়াই অভিমানী ঠোঁটের চিকন ঘামে।
তাকে চষে বেড়াই উত্তর বাংলায়
সে আমার উদিত আকাশ
আমার বেঁচে থাকার একমাত্র বাতিবিন্দু।
যদি খুঁজে পাই চিতা বাঘের তীব্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়বো তার সুগন্ধি হ্নদয়ভূমে
সাতচল্লিশ বছর হলো এখনো আসে নি আমার প্রধান প্রিয়জন
মোমবাতির আলো নিভে গেলেও মনের আলো নিয়ে অপেক্ষা করবো আরো সাতচল্লিশ বছর…
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




