
তোমরা যারা পেলবতার সন্ধান চাইবে
হৃদয়ের আর্তির কাছে পৌঁছাতে চাইবে
তোমাদেরকে উদাসপুরের এই মেঠো পথে একবার আসতেই হবে
তোমরা যারা গ্রামকে বুকে করে শহরে চলে এসেছো
তোমাদেরকে আবার ফিরতে হবে
উদাসপুরের রোমাঞ্চিত পিঁপড়ের কাছে,
পাখির গানের কাছে, মাছের সাঁতারের কাছে
গায়ে পরশ বুলিয়ে যাওয়া ঝিরিঝিরি বাতাসের কাছে
আমায় এই নাগরিক অসভ্যতা থেকে মুক্ত করো
আমায় স্বস্তি দাও
আমার সমস্ত শক্তি, আরামের ঘুম সব কিছু নিয়ে নাও
আমার কাছে শেষ সম্বল মায়ের কোল ভরা কিছু আদর আছে যদি চাও সেটাও নাও
যা আছে সব নাও
কিন্তু আমাকে উদাসপুরের এই মেঠোপথে বার বার ফিরতে দাও
কবিতা পড়তে পড়তে আমি হাঁটতে থাকবো উদাসপুরের শিউলি ঝরা এই উঠোনতলায়,
হাঁটতে হাঁটতে উদাসপুরের সাদা রোদ আর কলাপাতার সবুজ স্নেহে একাকার হবো,
আমায় একটিবার উদাসপুরের এই সবুজ ঘাস ছুঁতে দাও
আমি একদিন আকাশ ছুঁয়ে দিবো,
তোমরা যারা শরীরে আলস্য ভেংগে পানসী ফুলের নীল ঋতু দেখতে চাও
তোমাদেরকে উদাসপুরের এই মেঠো পথে স্বাগতম…
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




