
আবার কবে আসবে মখমলে জড়ানো
সেই নিভৃত সন্ধ্যা?
কবে থেকে যে পাহাড়ি ঝর্ণার মৃদুমন্দগান শোনা হয় না
সেই কবেই অন্ধকারের চোরা গর্তে হারিয়ে গেছে আমার সশস্ত্র সুন্দরেরা।
শেষ কবে কাঁঠালি চাপার নীড়ে
লাল শাক ছাওয়া মাঠে বিশ্রাম নিয়েছি
শত চেষ্টা করেও তা মনে পড়ছে না
ঠিক কত বছর আগে বুনো চালতার স্বাদে জিভ ভিজেয়েছি সেটা কেবল উপরওয়ালা ই ভালো বলতে পারবেন।
সময়ের নির্মম কামড়ে হারিয়েছি ফেলেছি;
ভোর বেলার শিশির সম্পাত
হেমন্তের গোল রাংগা সূর্য
দিগন্তের পউষ নিরবতা
লোভ ও লাভের ঠেলাঠেলিতে ফেলে এসেছি;
সাদা জলের উচ্ছ্বাস
ভেসে বেড়ানো মেঘের সাদা মহল
ফেলে এসেছি কাঁচা হলুদের পড়ন্ত রোদ।
এক সময় ছিলো যখন অনুভব করেছিলাম চিত্রা হরিণের কোমল স্পর্শ
গভীর আতিশয্যে ছুয়েছিলাম মহিমা জারিত শালিখের বাদামী ঠোট
এক সময় ক্লান্ত শরীর বিছিয়েছিলাম মধুকূপি ঘাসের সবুজ গালিচায়।
শেষ কবে মানুষের প্রশস্ত চিবুক থেকে ফোঁটায় ফোঁটায় প্রেম ঝরেছে তা মনে পড়ছে না,
কবে থেকে যে আকাশে আলোর বাণ ডাকে না,
কবে থেকে যে রক্তে জোয়ার আসে না!
আবার কবে হবে ফেলে আসা সুন্দরের নিরন্তর নি:সরণ
আবার কবে গড়িয়ে পড়বে প্রেমের প্রবল স্রোত?
আবার কবে হবে পাললিক মৃত্তিকায় জীবনের অদ্ভূত সুন্দর জাগরণ !
আবার কবে …
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


