আলোকিত উজ্জল সরণিতে তাদের সচরাচর হাঁটা হয় না
তারা ভালোবাসার মিনার একবার ছেঁচে ছেনে দাঁড় করায় তো আরেকবার ভেংগেচুড়ে হয় খানখান;
তাদের যাপিত জীবনে
রসগোল্লা রচে না উল্টো জোটে
বসন্তের গরম নিশ্বাস।
সরোবর আলো করে তাদের সচরাচর প্রেমের তরী বওয়া হয় না
দশদিক ঘিরে থাকে
ক্ষুধার শেকল
নীল বিষের থালা
মীরজাফরের ঝলসানো ছুড়ি।
তাদের আকাশে ছড়িয়ে আছে মেঘের প্রকান্ড বিলাপ
শালপ্রাংশু বুকজুড়ে শুধু আহত বাতাসের আহাজারি
জীবন থেকে খসে পড়া এই সব অচ্ছুত মানবদের সচরাচর ঘাসফুলের সুখ ছোঁয়া হয় না….
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১২:২১