
একদা আমি ভয়ানক দূর্বার ছিলাম
আমার শরীর ছিল তরুন পাতায় ভরা
একান্ত চৌহদ্দির মাঠ ফুড়ে বেরিয়ে আসতো তাজা তাজা দু:সাহস,
কবিতা ছিলো আমার করোটির মুল শক্তি
বিরামহীন চঞ্চলতা নিয়ে আমার কবিতারা হেঁটে বেড়াতো মাটির চাতাল থেকে অভ্রনীল শরত-আকাশে,
একদা খুব করে হতে চাইতাম কবিতার মতই উন্মত্ত তলোয়ার!
একদা আমি তুখোর ফাঁকিবাজ ছিলাম
একটু সুযোগ মিললেই যাযাবর রোমান্সে ভরপুর থাকতাম,
সেন্সরবিহীন স্বাধীনতা নিয়ে ঝিলমিল বিলে পানকৌড়ির লাবণ্য দেখতে যেতাম,
একদা আমি জীবিত ছিলাম
স্বতঃস্ফূর্তভাবে সততার সঙ্গে,
প্রতিদিন, প্রতি মুহূর্তে, আরও গভীরভাবে…
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


