
খুব ইচ্ছে করে চট চট করে
কিছু একট নিয়ে ফেঁদে ফেলি লম্বা লম্বা উপন্যাস
বইয়ের কোনায় ঘাপটি মেরে থাকা শুকনো ফুলে জীবন ছড়িয়ে দেই,
ইচ্ছের পালে পাখা লাগিয়ে উড়ে বেড়াই আদিগন্ত আকাশ,
ইচ্ছে হয় বাঁধন খুলে নিমিষেই ছুঁয়ে দেই;
নীল প্রজাপতি
সবুজ পাহাড়
লাভাময় রোদ,
কত দিন হলো
সকালবেলার পরিব্যাপ্ত স্নিগ্ধতা গায়ে মাখা হয় না!
কত দিন চলে গেছে
কপালে সকাল বেলার চপল রোদ এসে পড়ে না!
খুব ইচ্ছে করে
দু:সহ আবেগে ভেসে যাই
প্রাণের ইশারায় আবার হারিয়ে যাই,
থই থই যৌবনে আবার হাবুডুবু খাই,
বড় ইচ্ছে
এক জীবনে অনেক জীবনের স্বাদ মেটাই
হ্নদয়কে মোমের মত করে আবার জ্বলে উঠতে দেই,
গোলাপের পাপড়ি দিয়ে আবার পুরো পৃথিবীকে ঢেকে দেই
মধু মাসের শেষ সন্ধ্যায় আনন্দের অভ্রভেদী উল্লাসে খুব করে ফেটে পড়ি…
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



