অভাবের পেটে পাথর বাধবো
কাঁচা অংগের লাবণ্য পুড়িয়ে কয়লা বানাবো,
তবু উদ্দেশ্যেহীন শিখন্ডী জীবন চাই না,
অসাম্যের দুনিয়ায়
লড়াইয়ের যে রণবাদ্য বেজে উঠেছে তা শুনে আমি আর চুপ থাকতে পারি না,
কিছুতেই অন্তর আত্মার ভাষাগুলি জলাঞ্জলি দিতে পারি না,
আমি পালাতে পারি না।
ভাতের মাড়ের মত স্বাদহীন জীবন বেছে নিয়েছি।
জ্যামিতি কষা বাদ দিয়ে জমায়েতে এসে দাঁড়িয়ে পড়েছি,
ড্রয়িংরুমের সুখ ছেড়ে জনসমুদ্রে ঝাঁপ দিয়েছি,
ব্যর্থতার সিঁড়ি আকাশ ছুঁয়ে নিক,
শুন্যতার দীর্ঘ রেখা আরো দীর্ঘ হোক,
তবু পলিটিকাল ডায়নোসরদের মৃত্যুর তলদেশ থেকে তুলে এনে জবাব চাওয়া হোক,
পৃথিবীকে দূষিত করার হিস্যা চাওয়া হোক,
জবাব চাওয়ার, ফেটে পড়ার সেই তেজোদীপ্ত মিছিল থেকে আমি সটকে পড়তে পারি না
আমি পালাতে পারি না।
প্রবল ঝড় তোলা সন্ধ্যায় যে আশার বাতি জ্বলে উঠেছে,
আশাহীন ভাষাহীন দিশাহীন পথে অবশেষে যে হীরকখচিত রাত জেগে উঠেছে,
সেই রাত পিছনে ফেলে আমি চলে যেতে পারি না,
ঘামের কালিতে লেখা হয়েছে যে অনন্ত ইতিহাস,
ইতিহাসের সেই অনির্বাণ পথ থেকে আমি দুরে থাকতে পারি না,
আমি পালাতে পারি না..
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৪