একদিন এই আগুনের নদীও পার হয়ে যাবে
সেদিনের সেই মাঝি হয়তো আর থাকবে না
একদিন এই বন্ধুর গিরিপথও শেষ হয়ে যাবে
সেদিনের সেই দু:সাহসিক দ্বিধাহীন মুসাফির হয়তো আর থাকবে না
একদিন এই সীসা ঢালা প্রাচীরও খসে পড়বে
সেদিনের সেই মাস্টার মাইন্ড হয়তো আর থাকবে না।
একদিন এই জমে থাকা কষ্টগুলোও মোমের মত ক্ষয়ে যাবে
সেদিনের সেই দু:খের মেঘগুলো হয়তো বাতাস হয়ে আর ঝরবে না
একদিন চায়ে বিস্কুট ভেজাতে ভেজাতে হয়তো আমার কথা মনে পড়বে
সেদিনের সেই টেবিল আলাপে হয়তো এই আমি আর থাকবো না
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৩