
যে সমাজে সম্পর্কের মুল্য স্বার্থের বাটখারায় মাপা হয়
যে সমাজে পয়সাই সব কিছুর শেষ কথা
সেই সমাজ আমি চিনি না
এ সমাজ আমার না।
যে মধ্যবিত্ত শিড়দাড়া বেঁচে দিয়ে
যে মধ্যবিত্ত আবেগ বেঁচে দিয়ে জাতে উঠে গেছে
সেই মধ্যবিত্ত আমি চিনি না
এই মধ্যবিত্ত আমার না।
যে রাজনীতিতে বিনয়ের জিহ্বা বের করে পা চেটে চেটে সাদা করা হয়
যে রাজনীতিতে ক্ষমতার চর দখল ই মুখ্য
সেই রাজনীতি আমি চিনি না
এই রাজনীতি আমার না।
যে দেশে ক্রমাগত লুণ্ঠনের অশুভ পাঁয়তারা চলে
যে দেশ অরূচিকর নিম্নমানের কাস্টমারে ভরে গেছে
সেই দেশ আমি চিনি না
এই দেশ আমার না…
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




