
জীবন তো একটাই
অন্যায্য অসাম্যের পদতলে পৃষ্ট না হয়ে
ভাংগা হাড়ে ব্যান্ডেজ লাগিয়ে হলেও
সূর্যমুখীর মত আবার মাথা তুলে উঁকি দিলে মন্দ কীসে?
যৌবন তো একটাই
ধূলোময় শব্দজটের এই গুমোট নগরীতে
পোড়া-দগ্ধ অন্তরে আলতো ছোঁয়া দিয়ে
অনুরাগের বরফ বৃষ্টি নামালে মন্দ কীসে?
মন তো একটাই
ভেদাভেদের ইস্পাত কঠিন বাংকার থেকে বেড়িয়ে
একটুখানি কাইন্ড এন্ড সুইট হয়ে
এই পৃথিবীকে চুটিয়ে ভালোবাসলে মন্দ কীসে?
মরন তো একটাই
এই ভংগুর সময়ের মোড়ে দাঁড়িয়ে
টেস্ট ইনিংসের মত মাটি গেঁড়ে
প্রিয়জনের অপেক্ষায়
এই দিনগুলো কাটিয়ে দিলে মন্দ কিসে…
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


